Home / বিনোদন / তার যে ছিলো দুই সংসার!
Humayun-wife

তার যে ছিলো দুই সংসার!

সাহিত্যিক হুমায়ূন আহমেদকে নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। লেখক ও চলচ্চিত্রনির্মাতা হুমায়ূন আহমেদের ব্যক্তিগত জীবন, সংসার নিয়েও আগ্রহের অন্ত নেই তার পাঠক ও ভক্তদের। এই কৌতূহল লেখকের জন্য অবিরাম ভালোবাসা থেকেই এসেছে…

হুমায়ূন আহমেদের প্রথম স্ত্রীর নাম গুলতেকিন আহমেদ। তাদের বিয়ে হয় ১৯৭৩ সালে। এই দম্পতির তিন মেয়ে এবং এক ছেলে। তিন মেয়ের নাম বিপাশা আহমেদ, নোভা আহমেদ, শীলা আহমেদ এবং ছেলের নাম নুহাশ আহমেদ। হুমায়ূন আহমেদের জীবনের প্রায় অর্ধেক সময়ে তার অস্তিত্বজুড়ে ছিলেন গুলতেকিন।

৩০ বছরের সংসার ছিল এই দম্পতির। তাদের বিয়ে-বিচ্ছেদ ঘটে ২০০৩ সালে। বিয়ে-বিচ্ছেদের পর ছেলে-মেয়েদের নিয়ে অনেকটা অন্তরালে চলে যান গুলতেকিন। বিয়ে-বিচ্ছেদের দুই বছর পর তিনি বিয়ে করেন অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে।

এ সংসারে তাদের দুই সন্তান রয়েছে। নিষাদ হুমায়ূূন ও নিনিত হুমায়ূন। হুমায়ূন আহমেদের জীবনে গুলতেকিন এবং শাওন এই দুই নারীরই অবদান অপরিসীম।

প্রসঙ্গত, কলম যাদুকর হুমায়ূন আহমেদ ছিলেন একজন বাংলাদেশী ঔপন্যাসিক, ছোটগল্পকার, নাট্যকার এবং গীতিকার, চিত্রনাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা। তাকে বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী অন্যতম শ্রেষ্ঠ লেখক বলে গণ্য করা হয়। বাংলা কথাসাহিত্যে তিনি সংলাপপ্রধান নতুন শৈলীর জনক। অন্য দিকে তিনি আধুনিক বাংলা বৈজ্ঞানিক কল্পকাহিনীর পথিকৃৎ। নাটক ও চলচ্চিত্র পরিচালক হিসাবেও তিনি সমাদৃত। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা তিন শতাধিক।

বার্তা কক্ষ, ১৯ জুলাই ২০১৯