চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার পেয়ারীখোলা গ্রামে কাঠমিস্ত্রি সোহেল রানার (১৭) হত্যাকারীদের বিচার ও ফাঁসির দাবিতে গত বৃহস্পতিবার বেলা ১১টায় মানববন্ধন করে এলাকাবাসী হয়।
নন্দীখোলা গ্রামের ইউনিয়ন পরিষদ (ইউপি) কমপ্লেক্স ভবনের সামনে নায়েরগাঁও-পিতাম্বর্দি সড়কে এ মানববন্ধন পালন করা হয়।
বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত মানববন্ধন পালিত হয়। এতে বক্তৃতা করেন নায়েরগাঁও উত্তর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান সেলিম, নিহত সোহেল রানার বাবা জমির হোসেন প্রধান।
বক্তারা বলেন, সোহেলকে পরিকল্পিতভাবে যারা হত্যা করেছে তাদের দ্রুত ফাঁসি কার্যকর করতে হবে। একটি মুঠোফোনের সেট নেওয়ার জন্য যেভাবে সোহেলকে হত্যা করা হয় তা খুবই নির্মম। একই সঙ্গে সোহেল হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করায় মতলব দক্ষিণ থানার পুলিশকে ধন্যবাদ জানান তাঁরা।
প্রসঙ্গত, নায়েরগাঁও উত্তর ইউনিয়নের পেয়ারীখোলা গ্রামের মোবারক হোসেনের ছেলে মো.সোহেল রানাকে নির্মমভাবে হত্যা এবং তাঁর মাথা দেহ থেকে বিচ্ছিন্ন করে পুকুরের কচুরীপানার নিচে লুকিয়ে রাখে হত্যাকারীরা। এ ঘটনায় পুলিশ তিন আসামি ফরহাদ হোসেন ওরফে খলু, মো. রুবেল ও মেহেদী হাসানকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর মধ্যে মেহেদী হাসান চাঁদপুর বিচারিক হাকিমের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন।
এছাড়া গত বুধবার ফরহাদ ও রুবেলকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন বিজ্ঞ আদালত। রিমান্ডে এনে তাঁদের জিজ্ঞাসাবাদ চলছে।
প্রতিবেদক- মাহফুজ মল্লিক, ২৯ আগস্ট ২০১৯