সবাই মিলে ভাবো,নতুন কিছু করো, নারী পুরুষ সমতার নতুন বিশ্ব গড়ো এই স্লোগান নিয়ল ৮মার্চ আন্তর্জাতিক নারী দিবস-২০১৯ উদযাপন উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ মার্চ) সকাল ১১ টায় থেকে দুপুর ১২টা পর্যন্ত শহরের ইলিশ চত্বরে জেলা প্রশাসনের সহযোগিতায় এবং জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর, জাতীয় মহিলা সংস্থা ও সচেতন নাগরিক কমিটির (সনাক) এর আয়োজনে এই মানববন্ধন হয়।
প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো: শওকত ওসমান। তিনি বলেন দেশের উন্নয়ে সকলকে এগিয়ে আসতে হবে। কোনো অপ্রতিকর পরিবেশের সৃষ্টি করতে দেয়া হবে না এবং বাল্য বিবাহ ও নারী নির্যাতনকে না এবং তা বন্ধ করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান অধ্যাপিকা মাসুদা নূর খান, জেলা কর্মকর্তা শাহআলম মুন্সী, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের অতিরক্তি কর্মকর্তা মাকছুদা আক্তার, হিসাব রক্ষক মো: আবু জাফর মিজি, অফিস সহায়ক মায়া রানী দাস, শাহাজাহানসহ প্রমূখ।
বার্তাকক্ষ
৬ মার্চ ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur