ফরিদগঞ্জ

ফরিদগঞ্জে ট্রাকের চাপায় গৃহবধূ নিহত

চাঁদপুর ফরিদগঞ্জে সড়ক দুর্ঘটনায় রসুমা বেগম নামে এক নারী নিহত হয়েছেন।সোমবার(৪ মার্চ) দুপুরে চাঁদপুর-রায়পুর সড়কের ধানুয়া বাজারে মালবাহী ট্রাক চাপায় ঘটনাস্থলে গৃহিনী ওই নারীর মৃত্যু হয়।

পুলিশ জানিয়েছে, ধানুয়া গ্রামের মজুমদার বাড়ির মোহাম্মদ ফারুকের স্ত্রী রসুমা বেগম। তিনি নিজ বাড়ি অভিমুখে যাচ্ছিলেন। পথিমধ্যে ধানুয়া বাজারে শাহ সিমেন্ট কোম্পানীর মালবাহী একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি পড়ে গেলে ট্রাকের চাকার নীচে পিষ্ট হয়ে তার মাথা সম্পূর্ণ থেতলে যায়। ঘটনাস্থলেই তিনি মৃত্যু বরণ করেন।

আশেপাশের লোকজন ছুটে গিয়ে ট্রাকটি আটক করে। তবে চালক ঘটনাস্থল থেকে পলায়ি যায়। এদিকে খবর পেয়ে ফরিদগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি আটক করে থানায় নিয়ে যায়।

এ ব্যপারে ঘটনার তদন্ত কর্মকর্তা এসআই নাজমুল ইসলাম সুজন জানিয়েছেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে রসুমা বেগমের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

প্রতিবেদক:আতাউর রহমান সোহাগ
৪ মার্চ,২০১৯

Share