Home / চাঁদপুর / চাঁদপুরে প্রচণ্ড গরমে পুড়ছে জন জীবন : বাড়ছে রসালো ফলের আমাদানি
Watermelon
ছবিটি চাঁদপুর চৌধুরী ঘাট থেকে তোলা। ছবি- চাঁদপুর টাইমস

চাঁদপুরে প্রচণ্ড গরমে পুড়ছে জন জীবন : বাড়ছে রসালো ফলের আমাদানি

বৈশাখে প্রথম প্রহর থেকেই প্রচণ্ড গরমে পুড়ছে চাঁদপুরসহ সারদেশ। গরমে নানা রোগে আক্রান্ত হয়ে চাঁদপুর সদর হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলো গুলোতে বাড়ছে রোগীদের চাপ।

গত কয়েকদিন ধরে ভ্যাপসা গরমে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। অতিষ্ঠ হয়ে পড়েছে কর্মজীবী মানুষ। সঙ্গে প্রাণীকূলও একটু পানি আর ছায়ার জন্য হাসফাঁস করছে। সকলেরই ত্রাহি অবস্থা।

ঘরে বাইরে কোথাও স্বস্তি নেই। এমনিতেই গরম তারপর বিদ্যুতের ঘন ঘন লোডশেডিং। বৃষ্টি এবং বাতাস না হওয়ার বিশেষ করে গত ৫/৬ দিন ধরে গরমের তাপমাত্রা অনেকটা বেড়ে গেছে। প্রচন্ড গরমে হাফিয়ে উঠছে মানুষ।

চাঁদপুর আবহাওয়া বিভাগের উচ্চ পর্যবেক্ষক শামসুল হক জানিয়েছেন বৃষ্টি না হলে তাপমাত্র এরকমই থাকবে।

তিনি আরো জানান, আগামি ৫-৬ দিনেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। চাঁদপুরে বুধবার (১৮ এপ্রিল) তাপমাত্রা ছিলো ৩৪.৫ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন ছিলো ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে গরমের এমন তৃষ্ণা মিটাতে চাঁদপুরে বাড়ছে রসালো ফলের আমদানি। গত কয়েকদিন ধরে দেখা গেছে চাঁদপুর শহরের ১০ নং চৌধুরী ঘাটের বিভিন্ন ফলের আড়াৎ গুলোতে বাঙ্গি, তরমুজের ব্যাপক চাহিদা।

তরমুজ ও বাঙ্গি ভর্তি হচ্ছে ফলের আড়ৎগুলো। আর প্রচন্ড গরমে তৃষ্ণা মেটাতে এখান থেকেই চাঁদপুর এবং তার বাহিরে বিভিন্ন জেলায় ও উপজেলায় ট্রাকে করে নিয়ে যাওয়া হচ্ছে এই পানীয় ফল।

দিনের প্রথমভাগে মানুষ কাজ শুরু করলেও তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে তৎপরতা কমিয়ে দিতে বাধ্য হচ্ছেন। বেশি বিপাকে ইটভাটা শ্রমিকরা। তারাও অতি গরমে ঠিকমতো কাজ করতে পারছেন না।

সাধারণ শ্রেণি পোশার মানুষ অতি প্রয়োজন ছাড়া ঘর থেকে তেমন একটা বাইরে বের হচ্ছেন না। ফলে রাস্তাঘাটে মানুষ চলাচল ও অনেকটা কমে গেছে। দিনের সূর্যের তাপ রাতে না থাকলেও সূর্যতাপের রেশ থাকছে মধ্যরাত পর্যন্ত। এই গরমে সবচেয়ে বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে শিশু ও বৃদ্ধদের।

অপরদিকে প্রচন্ড গরমের সাথে যোগ হয়েছে ঘনঘন লোডশেডিং। এ যেনো ত্রাহি অবস্থা। গরমে বিভিন্ন হাসপাতাল এবং ক্লিনিকের রোগীদের অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে। বাড়ছে ডায়রিয়া, কলেরা, জন্ডিস এর মত রোগে আক্রান্তের সংখ্যা।

গরমের গত কয়েক দিনে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে শিশু ও বয়স্ক রোগীর সংখ্যা কয়েকগুন বেড়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

প্রতিবেদক- কবির হোসেন মিজি
১৮ এপ্রিল ২০১৯