চাঁদপুর শহরের নিশি বিল্ডিং এলাকায় জেল থেকে বেরিয়ে রাতের আঁধারে বাদীর বসত বাড়ি ভাংচুর করেছে মিঠু শেখ নামের এক আসামী। ঘটনার সময় চাঁদপুর মডেল থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
৩০ এপ্রিল রাত ১১ টায় চাঁদপুর পৌরসভার ৭ নং ওয়ার্ডস্থ উত্তর শ্রীরামদী নিশি বিল্ডিং আবুল কালাম মিজির বসত ঘরে এ ঘটনা ঘটে।
আবুল কালাম মিজি ও তার পরিবারের লোকজন জানায়, প্রায় ৫/৬ বছর পূর্বে কবুতর এবং পারিবারিক বিষয় নিয়ে একই এলাকার মৃত ইসরাফিল শেখের ছেলে মিঠু শেখের সাথে ঝগড়া হলে সে আবুল কালাম মিজির বসত ঘর ভাংচুর করে। ওই ঘটনায় আবুল কালাম মিজি বাদী হয়ে মিঠু শেখের বিরুদ্ধে চাঁদপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
আর ওই মামলায় সে দু,মাস হাজত খেটে গত মাসে সে জেল থেকে বের হন। তাদের অভিযোগ জেল থেকে বের হয়েই মিঠু শেখ কালাম মিজির পরিবারের লোকজজনকে বিভিন্ন হুমকি ধমকি প্রদান করেন।
এরই প্রেক্ষিতে ঘটনার দিন রাতে মিঠু শেখ বিভিন্ন হুমকি প্রদান করে কালাম মিজি,র বসত ঘরের জানালার গ্লাস ও বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করে। ঘটনার সময় তারা চাঁদপুর মডেল খবর দিলে থানার এস আই জসিম মিয়া সর্ঙ্গীয়ফোর্স সহ ঘটনাস্থলে ছুটে যান। তবে এ ব্যাপারে স্থানীয়দের কে নিয়ে বসার আশ্বাসে এখন কোন মামলা বা অভিযোগ দায়ের করা হয়নি।
এ ব্যাপারে মিঠু শেখের সাথে কথা বলতে চাইলে তাকে তার বাসায় পাওয়া যায়নি। এমন কি ব্যবহৃত মুঠোফোনেও তাকে পাওয়া যায়নি।
প্রতিবেদক:কবির হোসেন মিজি
২ মে ২০১৯