আজ শনিবার ১ জুন দিবাগত রাতে পালিত হবে পবিত্র লাইলাতুল কদর। সেই মহিমান্বিত রজনী- যা হাজার মাস থেকেও শ্রেষ্ঠ। আল্লাহতায়ালা এরশাদ করেন-নিশ্চয়ই আমি পবিত্র কোরআন লাইলাতুল কদরে অবতীর্ণ করেছি। লাইলাতুল কদর হচ্ছে হাজার মাসের চেয়ে উত্তম।
এ রজনীতে ফেরেশতারা ও জিবরাইল (আ.) তাদের প্রতিপালকের নির্দেশে প্রত্যেক বিষয় নিয়ে অবতীর্ণ হন। এটা শান্তিময় রজনী,যা ফজরের উদয় পর্যন্ত অব্যাহত থাকে।(সূরা কদর)।
হাদিস শরিফের বর্ণনা অনুযায়ী আজকের রাতটি পবিত্র লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা অধিক।
হজরত উবাই ইবনে কাব থেকে বর্ণিত তিনি বলেন, আল্লাহর শপথ করে বলছি, আমি যতদূর জানি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের যে রজনীকে কদরের রাত হিসেবে কিয়ামুল লাইল করতে নির্দেশ দিয়েছিলেন । তা হলো রমজানের ২৭তম রজনী। (সহিহ মুসলিম)। প্রায় মাসব্যাপী সিয়াম সাধনা শেষে আজ রাতে বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানগণ পবিত্র লাইলাতুল কদর পালন করবেন।
বার্তা কক্ষ
১ জুন ২০১৯