চাঁদপুর

হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা

হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্ট ধর্ম বিষয়ক মন্ত্রণালয় চাঁদপুরের আয়োজনে বুধবার (২৮ আগস্ট) শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্বৃতিক অনুষ্ঠান হয়েছে।

হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্ট চাঁদপুরের স্ট্রাটি ও কুমিল্লা কৃষকলীগের সভাপতি নির্মল পালের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান।

তিনি বলেন, যারা শিক্ষা দিছেন তাদেরকে আমি কী বলব, গুরু না কী তা বুঝতে পারছি না। মহামানব শ্রীকৃষ্ণ কত বছর আগে আবির্ভূত হয়েছেন তা আমাদের জানা প্রয়োজন। ৫ হাজার বছর আগের সমাজের প্রেক্ষাপটের ঘটনা আমরা আলোচনা করছি।

তিনি মায়েদের উদ্দেশ্যে বলেন, আপনারা কেউ যদি এক দৃষ্টিতে ভগবান কৃষ্ণের দিকে অথবা আপনার কোলের সন্তানের দিকে তাকিয়ে থাকলে বুঝতে পারবেন সন্তান কী? তখন দেখবেন আপনি নেই। একটি মাত্র বস্তু রয়েছে।

পৃথিবীতে যারা ব্যাখ্যা করে তখন ব্যাখ্যা করবে কৃষ্ণ লীলাকে। লীলা হচ্ছে খেলা। তা বুঝতে হবে। যখন গভীর ধ্যানে চিন্তা করবেন দেখবেন আপনি এই জগতে নেই। আছে শুধু একজন। এই অনুষ্ঠানে আমরা মোম প্রজ্জলন করে আলো পেয়েছি। তেমনি মহামানব যদি আসে তখন সমাজ থেকে সকল অন্যায় দূর হয়ে যায়। প্রতিটি মানুষের মধ্যে তেমনি আলো জ্বলে উঠে। সমাজ থেকে সকল অন্যায় দূর হয়ে যায়।

এ সময় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শওকত ওসমান, প্রেসক্লাব সাধারণ সম্পাদক লক্ষ্মন চন্দ্র সূত্রধর, জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাড. রঞ্জিত রায় চৌধুরী, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট প্রকল্পের সহকারি পরিচালক অমিত কুমার। অনুষ্ঠান পরিচালনা করেন, ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষিকা বন্যা নন্দী। সভার শুরুতে গীতা থেকে পাঠ করে শিশু শিক্ষার্থী পুনম নন্দী। পরে প্রাক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা শ্রীকৃষ্ণের আবির্ভাবের উপর গীতি আলোখ্য পরিবেশন করেন।

প্রতিবেদক- মাজহারুল ইসলাম অনিক, ২৯ আগস্ট ২০১৯

Share