চাঁদপুর

চাঁদপুরে বাসযাত্রীদের জিম্মি করে ভাড়া আদায় ঠেকিয়ে দিলো পুলিশ

পরিবার-পরিজনেরর সাথে ঈদ আনন্দ উপভোগের ছুটি শেষে ঢাকা-চট্টগ্রামসহ নানা স্থানের কর্মস্থলে ছুটে যাচ্ছে কর্মমূখি মানুষগুলো। এই সুযোগকে কাজে লাগিয়ে চাঁদপুরে বাসযাত্রীদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। এমন অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার (১৩ জুন) দুপুরে বাসটার্মিনালে অভিযান চালায় জেলা পুলিশ।

এসময় অভিযোগের সত্যতা পাওয়া গেলে পুলিশের হস্তক্ষেপে হিলশা পরিবহনের কাউন্টারে উপস্থিত ঢাকাগামী অর্ধশত যাত্রীর কাছ থেকে আদায় করা অতিরিক্ত ৫০ টাকা ফেরদ দেয়া হয়।

যাত্রীরা অভিযোগ করেন, চাঁদপুর থেকে ঢাকাগামী বাসের নিয়মিত ভাড়া সাড়ে ৩শ’ টাকা হলেও ঈদকে উপলক্ষ করে তারা আমাদের এক প্রকার জিম্মি করে অতিরিক্ত ৫০টাকা বাড়িয়ে ৪শ’ টাকা করে নিচ্ছে। তবে রাতের বেলা দক্ষিণাঞ্চলের যাত্রীদের কাছ থেকে দ্বিগুণ ভাড়া নেয়া হচ্ছে বলে অভিযোগ করেন অনেকেই।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জাহেদ পারভেজ চৌধুরী জানান, হিলশা পরিবহন যাত্রীদের কাছ থেকে যে ৫০ টাকা অতিরিক্ত ভাড়া নিয়েছিলো তা ফেরত দেয়া হয়েছে।

এছাড়াও অন্যান্য বাসের মালিক প্রতনিধিদের হুশিয়ার করে দেয়া হয়। আইন না মানলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

প্রতিবেদক- আশিক বিন রহিম
১৩ জুন ২০১৯

Share