ইউএসএআইডি-এর অর্থায়নে পরিচালিত ইকোফিশ বাংলাদেশ প্রকল্পের সহযোগিতায় বাংলাদেশ মৎস্য অধিদপ্তর, মৎস্য গবেষনা ইনস্টিটিউট এবং ওয়ার্ল্ডফিশ এর আয়োজনে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা কৌশল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
১৮ জানুয়ারী শুক্রবার বিকেল ৩টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি এমপি।
ডা. দীপু মনি বলেন, ইলিশ নিধনের অপরাধে আমার জেলে ভাইদের আইনের আওতায় আনা হচ্ছে। আমি মনেকরি কারেন্ট জাল ব্যবহারকারি জেলেদের শাস্তি দিলেই হবে না, কারেন্টজাল উৎপাদন বন্ধ করতে হবে।
কারেন্টজাল উৎপাদনকারিদেরও আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে। আমি আশা করি সবার সম্মিলিত প্রচেষ্টায় আমাদের জাতীয় সম্পদ ইলিশ মাছ রক্ষা হবে।
ইলিশ রক্ষা পেলে শুধু চাঁদপুর নয় গোটা দেশের আর্থ সামাজিক মানও বৃদ্ধি পাবে। ইলিশ সংশ্লিষ্ট সবাইকে এ বিষয়ে এগিয়ে আসতে হবে। এটি আমাদের জাতীয় সম্পদ, তাই এর যথাযথ রক্ষণাবেক্ষণ সবার কর্তব্য।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রনালয়ের সচিব মো. রইছউল আলম মন্ডল, মৎস্য অধিদপ্তর- এর মহা-পরিচালক আবু সাইদ মো. রাশেদুল হক, বাংলাদেশ মৎস্য গবেষনা ইনস্টিটিউট- এর মহা-পরিচালক ড. মো, ইয়াহিয়া মাহমুদ, ওয়ার্ল্ডফিশ বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টর ড. মেলকন ডিকসন।
ইকোফিশ বাংলাদেশ প্রকল্পের টিম লিডার ড. আব্দুল ওহাবের পরিচালনায় স্বগত বক্তব্য রাখেন ইকোফিশ বাংলাদেশ প্রকল্পের প্রকল্প পরিচালক মাসুদ আরা মমি। আরও বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. জামাল হোসেন।
এছাড়াও কর্মশালায় ইলিশ গবেষকবৃন্দ তাদের বক্তব্যে ইলিশ সম্পদ উন্নয়নে গৃহীত কার্যক্রমের ফলাফল এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিষয়ে প্রস্তাব করেন।
কর্মশালায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, মৎস্য অধিদপ্তর- এর কর্মকর্তা, ইলিশ গবেষনার সাথে সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে গবেষক, জেলে ও মৎস্যজীবী সমিতির প্রতিনিধিগণ উপিস্থিত ছিলেন।