Home / চাঁদপুর / চাঁদপুরে ৭ দিনব্যাপি ইলিশ উৎসব শুরু : থাকছে যেসব কর্মসূচি
hilsa celebrate

চাঁদপুরে ৭ দিনব্যাপি ইলিশ উৎসব শুরু : থাকছে যেসব কর্মসূচি

বিগত বছরের ন্যায় এ বছর চতুরঙ্গ সাংষ্কৃতিক সংগঠনের আয়োজনে ১১ তম প্রাণ ফ্রুটিকস চতুরঙ্গ ইলিশ উৎসব আজ ২৪ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে। এ ইলিশ উৎসব চলবে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। সপ্তাহ ব্যাপী এই ইলিশ উৎসব জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

আজ বিকেল সাড়ে ৩টায় জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গন থেকে ইলিশ শোভা যাত্রা অনুষ্ঠিত হবে। শোভাযাত্রা শেষে সেরা ও ক্ষুদেগান বাজদের অডিশন পর্ব, ইলিশ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা, সেমিনার ও লক্ষীপুর জেলার লতিকা। অনুষ্ঠান পরিচালনা করবেন ডাঃ শুভ দাস।

ও রংধনু সৃজনশীল নৃত্য সংগঠন সাংষ্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবে। উদ্বোধনীয় দিন আলোচনা সভায় মুখ্য আলোচক থাকবেন জেলা প্রশাসক মাজদুর রহমান খান, আলোচক জেলা মৎস্য কর্মকর্তা আসাদুল বাকী ও মঞ্জুর আহমেদ।

সভাপতিত্ব করবেন জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও সংগঠনের প্রধান উপদেষ্টা আবু নঈম পাটওয়ারী দুলাল।

২৫ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টায় সেরা ও ক্ষুদে নাচিয়েদের অডিশন ইলিশ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবে সুরধ্বনি সংগীত একাডেমি ও বাংলাদেশ হাওয়াইন গিটার শিল্পী পরিষদ ঢাকা।

হাওয়াইন গিটারের অনুষ্ঠান পরিচালনা করবে হাসানুর রহমান বাচ্চু। এই দিন মুখ্য আলোচক থাকবেন পুলিশ সুপার মোঃ মাহবুবুর রহমান পিপিএম (বার), আলোচক উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুল ইসলাম নাজিম দেওয়ান ও ইর্য়ক ফ্যাশনের ব্যবস্থাপনা পরিচালক মোঃ সেলিম খান। সভা প্রধান থাকবেন সংগঠনের চেয়ারম্যান অ্যাড. বিনয় ভূষণ মজুমদার।

২৬ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টায় মেয়েদের গ্রামীণ খেলা কুতকুত, ইলিশ নিয়ে সেরা ৭টি কবিতার দলগত আবৃত্তি পরিবেশন করবে বঙ্গবন্ধু আবৃতি পরিষদ। পরিচালনায় থাকবেন মুক্তা পীযুষ ও মিঠুন বিশ্বাস। কবি সম্মাননা, বিতর্ক প্রতিযোগিতা সেমিনার ও সাংষ্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবে অতিথি শিল্পী ও কাদরী ডান্স ট্রুপ ঢাকা।

মুখ্য আলোচক জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মহাপরিচালক প্রকৌশলী মোঃ হোসাইন, আলোচক দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপ-পরিচালক অরুণেন্দ্র কিশোর চক্রবর্তী, আলোচক জিতু মিয়া বেপারী, সভা প্রধানে থাকবেন ইলিশ উৎসবের আহ্বায়ক রোটাঃ কাজী শাহাদাত।

২৭ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টায় মেহেদী রাঙিয়ে ও শাড়ী পড়ে গ্রাম্য বধু, চোখ বেঁধে বউকে টিপ পড়ানো, সর্বোচ্চ ৫টি আকষর্ণীয় রেসিপি প্রদর্শন, বিতর্ক প্রতিযোগিতা, সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন অতিথি শিল্পী ও বকুল নৃত্যালয়, ঢাকা। নৃত্য পরিচালনায় থাকবেন নূরে আলশ চন্দন।

মুখ্য আলোচক থাকবেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সুজিত রায় নন্দী, আলোচক চাঁদপুর প্রেসক্লাব সভাপতি শহীদ পাটওয়ারী, সাংস্কৃতিক অনুরাগী পরেশ মালাকার, সভাপ্রধান থাকবেন সংগঠনের উপদেষ্টা অজিত সাহা,

২৮ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টায় সেরা ও ক্ষুদে গানবাজদের চূড়ান্ত পর্ব, বিতর্ক প্রতিযোগিতা, সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবে অতিথি শিল্পী ও ঢাকা ললিত কলা একাডেমি।অনুষ্ঠান পরিচালনায় থাকবেন সাইফুল ইসলাম। মুখ্য আলোচক এন.এস.আই যুগ্ম পরিচালক মোঃ আজিজুল হক, আলোচক কোস্টগার্ড স্টেশন কমান্ডার লে. ফয়সাল বিন রশিদ, ডাঃ মাসুদ হাসান। সভা প্রধানে থাকবেন সংগঠনের উপদেষ্টা মোঃ জসিম উদ্দিন শেখ।

২৯ সেপ্টেম্বর সেরা ও ক্ষুদে নাচিয়েদের চূড়ান্ত পর্ব, বিতর্ক প্রতিযোগিতা সেমিনার ও সাংষ্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবে নৃত্যধারা ও অগ্নিবীনা। পরিচালনায় থাকবেন সোমা দত্ত ও কাদরী ডান্স ট্রপের অনুষ্ঠান পরিচালনা করবেন মাহফুজ কাদরী। মুখ্য আলোচক থাকবেন জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গনি পাটওয়ারী, আলোচক সাংবাদিক আব্দুর রহমান, সাংস্কৃতিক অনুরাগী এম.আই মমিন, সভা প্রধানে থাকবেন রোটাঃ ডাঃ মিজানুর রহমান খান।

৩০ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টায় মুক্ত ভাবনা জেলে আড্ডা, সেরা ৭টি আলোক চিত্রের পুরষ্কার প্রদান, সেরা ও ক্ষুদে গানবাজ ও ক্ষুদে নাচিয়ে বিজয়ী গ্রাম্য বধু, বিজয়ী টিপ পড়ানো বউ, রেসিপি বিজয়ী পুরষ্কার সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন চতুরঙ্গ সাংষ্কৃতিক সংগঠক নৃত্য বিভাগ এবং প্রাণ ফ্রুটিকসের অতিথি শিল্পীগণ।

মুখ্য আলোচক থাকবেন চাঁদপুর পৌরসভার মেয়র জেলা আওয়ামীলীঘ সভাপতি আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ, আলোচক যোদ্ধাহত মুক্তিযোদ্ধা এম.এ ওয়াদুদ, দৈনিক ইলশেপাড়ের ভারপ্রাপ্ত সম্পাদক মাহবুবুর রহমান সুমন। সভা প্রধানে থাকবেন সংগঠনের উপদেষ্টা অ্যাডঃ ইকবাল বিন বাশার। উদ্বোধনীয় দিন বিকেল ৩টায় চতুরঙ্গের সকল কর্মকর্তা ও শিল্পীদেরকে যথাসময়ে শিল্পকলা প্রাঙ্গনে উপস্থিত থাকার জন্য ও ৭ দিন ব্যাপী এ সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন চতুরঙ্গ সাংস্কৃতিক সংগঠনের মহাসচিব হারুনুর রশীদ।

প্রতিবেদক : আশিক বিন রহিম, ২৩ সেপ্টেম্বর ২০১৯