হাইমচর

নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে হাইমচরে আনন্দ মিছিল

চাঁদপুর জেলা ছাত্রলীগের নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে হাইমচর উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক প্রার্থী এমরান তালুকদারের নেতৃত্বে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরন করেছে।

৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ১০টায় হাইমচর উপজেলার আলগী বাজারে এমরান তালুকদারের নেতৃত্বে বিশাল আনন্দ মিছিলটি উপজেলা সদর আলগী বাজারে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে থানা রোডে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা জেলা কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন,যোগ্য নেতৃত্ব হিসেবে চাঁদপুর জেলা ছাত্রলীগের যে কমিটি উপহার দিয়েছে তা ছাত্রলীগের তৃনমুল নেতাকর্মীরা মূল্যায়ন পাবে। জেলা ছাত্রলীগের কমিটি সারা বাংলাদেশের মডেল হিসেবে রুপ পাবে।

এ সময় নেতৃবৃন্দ কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়েছেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগ নেতা মোঃ রুবেল হোসেন, ইমরান হোসেন, মাহবুব হোসেন, সাইমুন হোসেন, কলেজ ছাত্রলীগের নেতা দিদারুল ইসলাম, সাকিল, রিয়াদ, আনিস, তারেক, ইব্রাহিম, রনি গাজী, ফারহানসহ ছাত্রলীগের নেতৃবৃন্দ।পরে উপস্থিত ছাত্রলীগের নেতৃবৃন্দ মাঝে মিষ্টি বিতরন করা হয়।

মোঃ ইসমাইল

Share