স্বাস্থ্য

‘মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে’

‘স্বাস্থ্য সেবা অধিকার, শেখ হাসিনার অঙ্গীকার ’এ শ্লোাগানকে ধারণ করে চাঁদপুর স্বাস্থ্য সেবা উদযাপন কমিটির আয়োজনে ১৬ থেকে ২০ এপ্রিল মঙ্গলবার (১৬ এপ্রিল ) জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে সারাদেশে একযোগে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আনুষ্ঠানিক উদ্বোধনকালে তিনি বলেন,‘চিকিৎসা সেবা প্রতিটা মানুষের জন্য একান্ত প্রয়োজন। আমরা কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে একেবারে গ্রাম পর্যায়ে চিকিৎসা সেবা পৌঁছে দিচ্ছি। সেখানে ২০ প্রকারের ঔষুধ বিনামূল্যে দেয়া হচ্ছে।প্রতিটি উপজেলায় মোবাইলের মাধ্যমে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।’

তিনি আরো বলেন, ‘নার্সিং ইনিস্টিটিউটে ভর্তির জন্য বিজ্ঞানের ছাত্র হতে হবে এধরনের কোনো বাধ্য বাধকতা থাকা যাবে না। যোগ্যতা অনুযায়ী সবাইকে সূযোগ দিতে হবে। আমাদের সকলকে মনে রাখতে হবে স্বাস্থ্যই সকল সূখের মূল। সর্বপরি বাংলাদেশকে ক্ষুদা দারিদ্রমুক্ত সোনার বাংলায় পরিণত করাই আমাদের মূল লক্ষ্যে।’

চাঁদপুরের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্বাস্থ্য সপ্তাহ উদ্বোধনের পর সভাপ্রধানের বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মঈনুল হাসান বলেন,‘ আজ থেকে যে পাঁচদিন জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। এ পাঁচদিন যে স্বাস্থ্য সেবা পালন করা হবে। সে বিষয়ে আমাদের কে গুরুত্বসহকারে কাজ করতে হবে। সরকারের নির্দেশনা মতে ‘মানুষের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে হবে।’ তবেই আমাদের স্বাস্থ্য সেবা বাস্তবায়িত হবে।

জেলা বিএম এর সাধারণ সম্পাদক ডা.মাহমুদুননবী মাসুমের পরিচালনায় বক্তব্য রাখেন, ‘চাঁদপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডা. জামাল সালেহ উদ্দিন, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. আনোয়ারুল আজিম, চাঁদপুর ভারপ্রাপ্ত সিভিল সার্জন এ কে এম মাহবুবুর রহমান, জেলা বি এম এর সভাপতি ডা. মোহাম্মদ হুদা, স্বাধীনতা পদক প্রাপ্ত নারী মুক্তিযুদ্ধা ডা. সৈয়দা বদরুন্নাহার চৌধুরী, চাঁদপুর পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক ডা.ইলিয়াস মিয়া।

এসময় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আর এমও) ডা. সুজাউদ্দৌলা রুবেল, সহকারী রেজিস্টার ডা. রফিকুল হাসান ফয়সাল, মেডিকেল অফিসার ডা. মিজানুর রহমানসহ হাসপাতালের অন্যান্য চিকিৎসক ও নার্সরা উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: কবির হোসেন মিজি
১৬ এপ্রিল, ২০১৯

Share