ইউএসএআইডি কর্তৃক আয়োজিত চাঁদপুর সদরের সফরমালী উবি’তে স্বাস্থ্য বিষয়ক সচেতনামূলক সভা মঙ্গলবার ২১ (আগস্ট) বেলা সাড়ে ১২ টায় মরহুম হারুন-অর-রশিদ খান অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধানশিক্ষক মো.আবুল কাসেম। প্রধান আলোচক ছিলেন স্বাস্থ্য বিষয়ক সামাজিক ও আচরণ পরিবর্তন যোগাযোগ প্রকল্প,চট্টগ্রাম অঞ্চলেসিনিয়র প্রকল্প কর্মকর্তা আব্দুল কুদ্দুস মিয়া।
প্রধানশিক্ষক একটি উপহার বেটার সাউন্ড কোয়ালিটি সাউন্ড বক্স প্রধান করেন। আলোচনার বিষয়বস্তুর ওপর ৩০ নম্বরের একটি ক্যুইজ প্রতিযোগিতা আয়োজন করা হয় । সহকারী শিক্ষক আবদুল গনি পরিচালনা করেন।
অন্যান্যের মধ্যে সার্বিক সহযোগিতা প্রদান করেন কল্যাণপুরের পরিবার পরিকল্পনা পরিদর্শক সঞ্জয় দে ও পরিবার পরিকল্পনা বিভাগের স্বাস্থ্য কর্র্মী রহিমা বেগম। স্বাস্থ্য বিষয়ক সচেতনামূলক এ সভায় কেবলমাত্র ৯ম শ্রেণির শিক্ষার্থীদের আমন্ত্রণ জানানো হয়েছিল ।
করেসপন্ডেন্ট
২১ আগস্ট ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur