চাঁদপুর মডেল থানা পুলিশের অভিযানে চেক জালিয়াতির মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে আটক করা হয়েছে।
শনিবার (১৫ জুন) সকালে ওই আসামীকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। তার বিরুদ্ধে চাঁদপুর ও ঢাকায় অর্থ আত্মসাৎ চেক জালিয়াতির সি.আর ৩টি মামলার সাজা রয়েছে।
চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক অনুপ চক্রবর্তীর নেতৃত্বে সহকারী উপ-পরিদর্শক মোঃ হোসেন ও ইয়াকুব আলী সঙ্গীয় সদস্যদের নিয়ে শাহতলী গ্রামের মৃত আহমেদ রুশদীর ছেলে আবুল হাশেমকে অর্থ আত্মসাৎ ও চেক জালিয়াতির মামলায় আটক করা হয়।
উপ-পরিদর্শক অনুপ চক্রবর্তী জানান, আবুল হাশেম রুশদীর বিরুদ্ধে ২০১৬ সালের সিআর ৯৩ ও ৯৪ মামলায় চেক জালিয়াতি করার অপরাধে ১ মাস করে সাজা হয়েছে। একই বছরের সি.আর মামলা ১৭০ একই অপরাধে ৬ মাসের সাজা হয়েছে। এই সাজা হওয়ার পর আবুল হাশেম রুশদী পলাতক রয়েছে।
আমরা তাকে ধরার জন্য ১৪ জুন রাতে তার বাড়িতে অভিযান দিলে তিনি পুলিশের উপস্থিতি টের পেয়ে বাগানের মধ্যে লুকিয়ে থাকেন।
আজ সকাল থেকে আমরা তার বাড়ির আশ পাশে অবস্থান নেই। মাটি কাটা অবস্থায় তাকে ধরতে গেলে সে দৌড়ে পালানোর চেষ্টা করে। তখন আমরা দৌড়ে তাকে আটক করতে সক্ষম হই। পরবর্তীতে দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
প্রতিবেদক:আশিক বিন রহিম
১৫ জুন ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur