Home / চাঁদপুর / ‘হাসান আলী শিক্ষার্থীরা খেলাধুলা স্কাউটিংসহ অন্যান্য কার্যক্রমে ভালো করছে’
IMG_20190127_095803

‘হাসান আলী শিক্ষার্থীরা খেলাধুলা স্কাউটিংসহ অন্যান্য কার্যক্রমে ভালো করছে’

চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৭ জানুয়ারি) সকালে বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা, ক্রীড়া পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান।

তিনি বক্তব্যে বলেন, বিদ্যালয়ের বহু শিক্ষার্থীরা দেশ ও বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে। তোমারা উন্নত সম্মৃদ্ধ বাংলাদেশের নাগরিক। তাই সুন্দর ভাবে গড়ে ওঠতে হবে। সোনার বাংলা গড়তে তোমরাই অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

বিদ্যালয় সম্পর্কে জেলা প্রশাসক বলেন, চাঁদপুরের ঐতিহ্যবাহী এ বিদ্যালয়ে খেলাধুলা স্কাউটিংসহ অন্যান্য কার্যক্রমে ছাত্ররা অনেক ভালো করছে। শত বছরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠটি ছাত্রদের মানসম্মত শিক্ষা দানের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এসএসসি ও পাবলিক পরীক্ষায় তাদের ফলাফলও অনেক ভালো।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএম।

সহকারী শিক্ষক মো. মনজিল হোসেন, আব্দুল্লাহ আল মামুন ও মো. আব্দুল আজিজ শিশিরের যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম সাইফুল হক,

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম উদ্দিন, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শহীদ পাটওয়ারী, সাবেক সভাপতি গোলাম কিবরিয়া জীবন ডেফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান শিক্ষক নুর খান, হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইশমত আরা সাফি বন্যা।

প্রতিবেদক- শরীফুল ইসলাম
২৭ জানুয়ারি, ২০১৯

Leave a Reply