চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার ৫ নং ওয়ার্ডে দুই সন্তানের জনক মানিক দেবনাথ (৪৫) ঝুলন্ত মৃতদেহ পাওয়া গেছে। সে ওই ওয়ার্ডের মৃত হরিপদ দেবনাথের ছেলে।
সোমবার (২৯ এপ্রিল) দুপুরে সন্তানকে স্কুল থেকে বাসায় এনে স্বামীর মৃতদেহ ঝুলন্ত অবস্থায় দেখেন স্ত্রী।
স্ত্রী প্রিয়াংকা দেবনাথ কান্নাজড়িত কন্ঠে জানান, আমি প্রতিদিনের ন্যায় সকাল নয়টায় আমার দুই কন্যা নিপা ও দিপাকে নিয়ে স্বামী বিবেক আনন্দ বিদ্যা নিকেনে যাই। দুপুর বারটা ৪৫ মিনিটে বাসায় এসে দেখি দরজা ভিতর থেকে বন্ধ। পরে শাবল দিয়ে খুলে ভিতরে গিয়ে দেখি আমার স্বামী ফাঁস দেওয়া অবস্থায় ঝুলছে।
তবে তার স্ত্রী আরো বলেন, সংসারের ঝামেলা ছিলো না। তার স্বামী দর্জি কাজ করে সামান্য রুজি করতো। অভাব অনটনের মধ্যে মাঝে মাঝে বলতো আমি এ বাচ্চাদের খরচ কি ভাবে চালাব? আমি বাঁচবে না, মরে যাবো।
হাজীগঞ্জ উপ পরিদর্শক খলিলুর রহমান ও সুমন সঙ্গীয় ফোর্স এসে মৃতদেহ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।
স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ এপ্রিল ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur