চাঁদপুর জেলা শহরে ছায়াবাণী মোড়ের ডাস্টবিন থেকে ইকাবাল (২০) নামে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১০ মার্চ) রাত ২ টার দিকে চাঁদপুর মডেল থানা পুলিশ তার লাশ উদ্ধার করে।
স্থানীয়দের বরাতে মডেল থানা পুলিশ জানায় রাতে কমিউনিটি পুলিশ সদস্যরা তার ছায়াবানী এলাকায় ডাস্টবিনে পরিত্যক্ত মশারির কাপড় প্যাচানো একটি লাশ ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশ খবর দেয়।
পরে দায়িত্বরত পুলিশ উপ-পরিদর্শক (এসআই) মিরাজ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে সে আত্মহত্যা করেছে।
রাত ১ টার দিকে লাশটি দেখতে আসা উপস্থিত ককেয়জন যুবক জনায়, তারা প্রায়ই ইকবালকে ডাস্টবিনের আশেপাশে ঘুমাতে দেখতো। সে বছর দু’এক আগ থেকে দিনের বেলা টোকাই হিসেবে আবর্জনার মধ্যে প্লাস্টিক কুড়াতো। মাদক হিসেবে জুতার গাম (ড্যান্ডি মাদক) সেবন করতো। তাঁর বাড়ি চট্রগ্রামের নাজিরহাট এলাকায়।
এ বিষয়ে পুলিশ উপ-পরিদর্শক (এসআই) মিরাজ চাঁদপুর টাইমসকে জানায়, ‘আমরা লাশটি উদ্ধার করে নিয়ে আসি। প্রাথমিকভাবে তার নাম ইকবাল জানা গেলেও তার অন্য কোনো পরিচয় পাওয়া যায়নি। জেনেছি সে মাদক সেবন করতো। ময়নাতদন্তের জন্যে লাশ মর্গে পাঠানো হয়েছে। কোনো পরিচয় পাওয়া না গেলে দাফনের জন্যে আঞ্জুমানে দেয়া হবে।’
স্টাফ করেসপন্ডেন্ট
১১ মার্চ, ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur