চাঁদপুর থেকে প্রকাশিত দৈনিক আলোকিত চাঁদপুর পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ জাকির হোসেন এর বাড়িতে হামলাকারী মোঃ সাকিবুল ইসলাম নিসানকে আটক করেছে চাঁদপুর মডেল থানা পুলিশ।
বৃহস্পতিবার সকালে অভিযান চালিয়ে হামলাকারীর বাড়ি থেকে আটক করে থানা হাজতে রাখা হয়। বিষয়টি নিশ্চিত করেন মামলার তদন্ত কর্মকর্তা চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোঃ আব্দুর রহিম ও এএসআই আনোয়ার হোসেন। ওই সময় মামলার প্রধান আসামী ফখরুল ইসলাম রাছেল সহ অন্যান্যরা পালিয়ে গেছে।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোঃ আব্দুর রহিম জানান, দৈনিক আলোকিত চাঁদপুর পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ জাকির হোসেনের ঘর ও তার ভাইয়ের ঘরে হামলা ও তার ভাইয়ের অন্তসত্বা স্ত্রীর উপর শারীরিক নির্যাতনের ঘটনায় মামলা হয়। গত ১৮ তারিখে তার বড় ভাই ইয়ার আহমেদ লিকসন বাদি হয়ে চাঁদপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
অভিযোগে বলা হয়েছে, গরীব দুঃখী সঞ্চয় ঋণদান সমবায় সমিতি লিঃ গ্রাহকের প্রায় ৩ কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা হয়ে যায়। ২০১৬ সালে জাকির হোসেন ও তার ভাইদের কাছে বসত বাড়ি বিক্রি করে পরিবারের সকল সদস্য উধাও নিরুদ্দেশে যায়।
ওই সমিতির সভাপতি চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নের সকদি পাঁচগাঁও গ্রামের মৃত. শাহ আলম মজুমদারের ছেলে সাইফুল ইসলাম মুজমদার রাজিব ও তার ভাই সমিতির মালিক সদস্য সাইদুল ইসলাম, ফখরুল ইসলাম রাছেল ও মোঃ সাকিবুল ইসলাম নিসান।
তিন বছর পর তারা ১৪ জুন শুক্রবার সন্ধ্যায় ১৫-২০ জন সন্ত্রাসী নিয়ে বিক্রয়কৃত ওই সম্পত্তির প্রাচির ভেঙ্গে দখলের চেষ্টা করে। পুনরায় গত ১৬ জুন রবিবার রাতে আবারও সন্ত্রাসী হামলা চালায় ফখরুল ইসলাম রাছেল গংরা। হামলায় আহত অন্তসত্ত্বা রীনা বেগমকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়G
স্টাফ করেসপন্ডেন্ট
২০ জুন ২০১৯