চাঁদপুর হাজীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে শুধুমাত্র মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন হচ্ছে। এরই মধ্যে সকল কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী মালামাল পৌছাতে প্রশাসনের সকল প্রস্ততি সম্পন্ন হয়েছে।
শনিবার(২৩ মার্চ) জেলা নির্বাচন কমিশনার হেলালউদ্দিন খান উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়ার হাতে নির্বাচনী মালামাল বুঝিয়ে দেন। এ সময় উপজেলা সহকারী(ভূমি) মো.জিয়াউল হক, উপজেলা নির্বাচন অফিসার আবুল কাশেম, সহকারী কর্মকর্তা জাবের হোসেন উপস্থিত ছিলেন।
রোববার(২৪ মার্চ) সকাল থেকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ভোটারগন তাদের নিজ প্রার্থীকে ভোট দিতে পারবেন। প্রথম থেকে ৫ জন প্রার্থী প্রচার প্রচারণা চালিয়ে আসলেও শেষ পর্যন্ত খাদিজা আক্তার ও বর্তমান ভাইস চেয়ারম্যান পারভীন ইসলাম নির্বাচন থেকে সরে দাড়ান।
বর্তমানে শিউলী আক্তার (ফুটবল),মির্জা শিউলী (পদ্মফুল) ও মুক্তা বেগম (প্রজাপতি) নিয়ে মাঠে রয়েছেন। এর মধ্যে দুই শিউলীর মধ্যে জয় পরাজয় হওয়ার সম্ভাবনা দেখছেন ভোটারগন।
এর আগে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক গাজী মো.মাঈনুদ্দিন ও ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গোলাম ফারুক মুরাদ বিনা প্রতিদ্বন্ধীতায় নির্বাচিত হয়েছেন।
প্রতিবেদক:জহিরুল ইসলাম জয়
২৪ মার্চ,২০১৯