চাঁদপুরের ফরিদগঞ্জে পানিতে পড়ে শিক্ষক দম্পত্তির দুই বছরের শিশু সন্তান ফয়ছালের করুণ মৃত্যু হয়েছে। শনিবার(২৩ মার্চ) উপজেলার মনতলা গ্রামের হাজী বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
শিশুকে পানি থেকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
পরিবার সূত্রে জানা যায়, ফরিদগঞ্জের ১৯ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোতায়ের হোসেন ও তার স্ত্রী সকালে বিদ্যালয়ে আসেন। তাদের নিজ গ্রাম বিদ্যালয়ের পাশে হাজী বাড়ীর অবুঝ শিশু ফয়ছাল সকাল সাড়ে ১০ টার দিকে খেলতে গিয়ে পানিতে পড়ে যায়।
পরে শিশুটির বাবা-মা হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স এ আনলে কর্তবরত ডাক্তার মৃত ঘোষণা করে।
এ ঘটনায় শিক্ষক শিশুটির পরিবারে ও বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীসহ এলাকায় শোকের ছায়া নেমে আসে।
প্রতিবেদক:জহিরুল ইসলাম জয়
২৩ মার্চ,২০১৯