হাজীগঞ্জ

হাজীগঞ্জে ৩ সন্তানের জনকের আত্মহত্যা

চাঁদপুরের হাজীগঞ্জে ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে আত্মহত্যা করেছে ৩ সন্তানের জনক মো. কবির হোসেন। জানা যায় বৃহস্পতিবার(১৮ এপ্রিল)সকালে উপজেলার ৫ নং সদর ইউনিয়নের বাড্ডা বেপারী বাড়ির মৃত দাইমুদ্দীন বেপারীর ছেলে কবির হোসেন বেপারী নিজ বাড়িতে নির্মাণাধীন বিল্ডিং এর ফাউন্ডেশন পিলারের সাথে গলায় ফাঁস দিয়ে ঝুলে থাকতে দেখা যায়।

এলাকাবাসী দেখে পুলিশকে খবর দিলে হাজীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবদুর রশীদ, এসআই খলিলুর রহমান, এসআই ফারুক আহমেদ, এসআই জাফর আহমেদসহ পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেন। দুপর ১টায় পুলিশ নিহতের মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

স্থানীয় ওয়ার্ডের মেম্বার মিজানুর রহমান জানান, আমি আত্মহত্যার খবর শুনে থানায় খবর দিয়েছি। পরস্পর শুনেছি নিহত কবির বিভিন্ন এনজিও থেকে অনেক টাকা ঋণ তুলেছে। ওই সব ঋণ পরিশোধ করতে পারছিল না। সে এলাকায় দিন মজুর হিসেবে কাজ করতো। হয়তোবা এজন্য আত্মহত্যা করে থাকতে পারে।

নিহত কবির হোসেনের স্ত্রী রেহানা আকতার জানান, আমি স্বামী ৮/১০টি এনজিও থেকে প্রায় ৮/১০ লাখ টাকা ঋণ নিয়েছে। আমার ৩ সন্তান। তারা সবাই প্রতিবন্ধী। তাদের ভরণ-পোষণ চালাতে খুবই হিমশিম খেতে হয়। ঋণ পরিশোধ করতে না পেরে আত্মহত্যার পথ বেঁচে নিয়েছে।

হাজীগঞ্জ থানার এসআই জাফর আহমেদ জানায়,এলাকাবাসী সহযোগিতায় লাশ থানায় নিয়ে আসি। এলাকার লোকজনের বক্তব্যে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে ধারদেনার কারনে আত্মহত্যা করতে পারে, তবে ময়নাতদন্তের রিপোর্ট আসলে বিস্তারিত জানতে পারবো।

হাজীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবদুর রশীদ জানান,লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

প্রতিবেদক:জহিরুর ইসরাম জয়
১৮ এপ্রির ২০১৯

Share