হাজীগঞ্জ

হাজীগঞ্জে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পুলিশিং সভা

চাঁদপুর হাজীগঞ্জ থানা পুলিশ ও উপজেলা কমিউনিটি পুলিশিং এর উদ্যোগে মাদক, বাল্যবিবাহ ও নারী নির্যাতন বিরোধী জনসচেতনতা মুলক সমাবেশ গত কয়েক দিন ধরে অনুষ্ঠিত হয়ে আসছে ।

তারই ধারাবাহিকতায় মঙ্গলবার(১৯ মার্চ) সকালে পৌর এলাকার বলাখাল জে.এন. উচ্চ বিদ্যালয় এন্ড কারিগরি কলেজের মাঠে বিদ্যালয়ের শিক্ষার্থীদের সচেতনতার লক্ষে উক্ত সভা অনুষ্ঠিত হয়।

বলাখাল জে.এন. উচ্চ বিদ্যালয় এন্ড করিগরি কলেজের প্রধান শিক্ষক আবু তাহের মজুমদার এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ থানার অফিসার ইনর্চাজ (ওসি) মো. আলমগীর হোসেন রনি।

সমাবেশে ওসি মো. আলমগীর হোসেন রনি বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদেরকে মাদক, বাল্য বিয়ে প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার জন্য হাত তুলে শপথ বাক্য পাঠ করান। সেই সাথে মোবাইল ফোন ব্যবহার যেন না করার প্রতিশ্রুতি দেয় শিক্ষার্থীরা।

এর আগে রান্ধুনীমুড়া উচ্চ বিদ্যালয়, হাজীগঞ্জ পাইলট বালিকা, পাইলট স্কুল এন্ড কলেজ, আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, রামপুর উচ্চ বিদ্যালয়সহ প্রায় ১৫টি স্কুলে এ ধরনের সভার আয়োজন করা হয়েছে। পর্যাক্রমে বাকি বিদ্যালয়গুলোতে মাদক, বাল্য বিবাহ, নারী নির্যাতন, ইভটিজিং, জঙ্গিবাদমূলক জনসচেতনতার লক্ষে এ ধরনের সভা চলমান থাকবে বলে জানা যায়।

চলমান এসব কমিনিটি পুলিশিং সভায় (ওসি তদন্ত) মো. আব্দুর রশিদ, উপজেলা কমিউনিটি পুলিশ এর সভাপতি আলী আশ্রাফ দুলাল, স্থানীয় প্রতিষ্ঠানের প্রধানগনসহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত থাকতে দেখা যায়।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন রনি বলেন, চাঁদপুরের মধ্যে কমিউনিটি পুলিশিং সভার সু-পরিচিতি রয়েছে। এ ধারা ধরে রাখতে পুলিশ সুপার এর নির্দেশনায় আমাদের এ ধরনের সভার কাজ চলমান থাকবে। আর এতে করে সমাজের অনেক খারাপ কাজগুলো দিন দিন কমে আসবে বলে আমি বিশ্বাস করি। এর জন্য সমাজের সকল শ্রেণীর লোকজনের সহযোগিতা কামনা করছি।

প্রতিবেদক:জহিরুল ইসলাম জয়
১৯ মার্চ,২০১৯

Share