চাঁদপুর-৫ হাজীগঞ্জ-শাহরাস্তি আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সমান তালে প্রচার-প্রচাণায় ব্যস্ত সময় পার করছে আওয়ামী লীগ ও বিএনপি’র নেতাকর্মীরা।
ভোটের আর মাত্র ১১ দিন বাকি থাকলেও এরই মধ্যে প্রায় গণসংযোগের কার্যক্রম উভয় দল সমান তালে শেষ করতে পেরেছেন। তবে আওয়ামী লীগের প্রচারণা তুঙ্গে থাকলেও বিএনপির প্রচারণায় অনেকটা কৌশল অবলম্বন করতে দেখা যায়।
সরেজমিনে গিয়ে দেখা যায়, এবারের একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও আওয়ামী লীগের বর্তমান সাংসদ মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম নৌকা প্রতীক নিয়ে ভোটারদের ধারে ধারে দৌড়াচ্ছেন। বিএনপির মনোনীত প্রার্থী জেলা বিএনপির সাবেক সভাপতি লায়ন ইঞ্জি.মমিনুল হক ধানের শীষ প্রতীক নিয়ে মাঠ চোষে বেড়াচ্ছেন।
প্রতীক পাওয়ার পর পরই আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মেজর (অব.) রফিকুল ইসলাম দু’ উপজেলা মিলে ১৯ ইউনিয়ন ও দু পৌরসভায় গণসংযোগ করেছেন। গণসংযোগ ও পথসভা এবং কর্মী সভায় আওয়ামী লীগ সরকারের ১০ বছরের উন্নয়নের চিত্র তুলে ধরে নৌকা প্রতীকে ভোট চেয়েছেন। বিএনপির প্রার্থী ইঞ্জি.মমিনুল হক দু’উপজেলা মিলে ১৭ ইউনিয়নে গণসংযোগ করেছেন। গণসংযোগ ও পথসভায় তিনি ভোটারদের ধারে গিয়ে বিভিন্ন প্রতিশ্রতি দিয়ে ধানের শীষের জন্য ভোট চেয়েছেন।
হাজীগঞ্জ-উপজেলার কয়েকটি ইউনিয়ন ঘুরে সাধারণ ভোটারদের সাথে কথা বলে জানা যায়, এবারের নির্বাচনে তেমন কোন উৎসবের আমেজ এখন পর্যন্ত খুঁজে পাচ্ছে না। তবে স্ব স্ব দলের ভোটারদের অর্ভিমত নিজেদের দলে যদিও একটু ভুল বুঝাবুঝি থাকলেও জাতীয় প্রতীকের দিকে তাকিয়ে নৌকা ও ধানের শীষে ভোট প্রয়োগ করবেন। পূর্বের নির্বাচনে ব্যাক্তি ইমিজে মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম এমপি ২০ থেকে ২৫ হাজার ভোট দলমত নির্ভীশেষে বেশি পেয়ে থাকেন। সে ধারা এবারো অব্যাহত থাকবে বলে জানা জায়। এ আসনে এখন পর্যন্ত আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম এমপি নৌকা প্রতীকে বিজয় হওয়ার সম্ভাবনা বেশি।
প্রতিবেদক:জহিরুল ইসলাম জয়
১৮ ডিসেম্বর,২০১৮