হাজীগঞ্জ

হাজীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

চাঁদপুর হাজীগঞ্জ বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ব্যবসা প্রতিষ্ঠানসহ বেশ কয়েকজনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

বুধবার(২১ মার্চ) হাজীগঞ্জ বাজারের ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১৩ হাজার ৫’শ টাকা জরিমান করেন উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিয়াউল ইসলাম চৌধুরী।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, মোটরযান অধ্যাদেশ ও ভোক্তা অধিকার আইন এবং গণউপদ্রুব করার দায়ে বাস, সিএনজি স্কুটার ও ট্রলি চালক এবং খাবার হোটেলসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানে পৃথক পৃথকভাবে মোট ১৩ হাজার ৫’শ টাকা টাকা জরিমনা করা হয়।

এ ছাড়াও বেশ কয়েকটি যানবাহনের চালকসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের পরিচালকদের বিভিন্ন বিষয়ে সর্তক ও সচেতন করেন উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট জিয়াউল ইসলাম চৌধুরী।

এ সময় ট্রাফিক পরিদর্শক (টিআই) মামুনুর রশিদ তালুকদার, সার্জেন্ট (এসআই) রফিকুল ইসলাম, থানা উপ-পরিদর্শক (এসআই) মোঃ সেলিমসহ অন্যান্য সরকারি কর্মকর্তা ও আইন শৃঙ্খলাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

স্টাফ করেসপন্ডেট
২১ মার্চ,২০১৯

Share