চাঁদপুর হাজীগঞ্জ বাজারে টয়লেটের পাশে নকল আইসক্রিম কারখানা সিলগালা ও ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন নির্বাহী ম্যাজেষ্ট্রিট মো. জিয়াউল ইসলাম।
বৃহস্পতিবার(১১ এপ্রিল) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে হাজীগঞ্জ বাজারের ডিগ্রি কলেজ রোডস্থ বিএসটিআই অনুমোদন ছাড়াই বেনামে ওই আইসক্রিম কারখানায় ভ্রাম্যমান অভিযান পরিচালনা করা হয়।
ওই সময় কারখানায় উৎপাদিত রাজধানীর মীরা ফ্যাক্টরীর মিষ্টি দইসহ বিভিন্ন ফ্যাক্টরীর আইসক্রিমের মোড়ক, আইসক্রিম তৈরির রং ও আইসক্রিমসহ মালামাল জব্দ করা হয়। এছাড়া কারখানার মালিক হান্নানকে না পেয়ে তার স্ত্রী সুইটি আকতার রুমিকে আটক দেখানো হয়।
পরে মোবাইল কোর্টের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করে স্ত্রীকে ছেড়ে দেয়া হয়।
হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজেষ্ট্রিট মো: জিয়াউল ইসলাম বলেন, ২০০৯ ভোক্তাধিকার আইনে ৪২, ৫০ ও ৫৩ ধারা মোতাবেক ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই সাথে ওই আইসক্রিম কারখানাটি সিলগালা করা হয়।
প্রতিবেদক:জহিরুল ইসলাম জয়
১১ এপ্রিল,২০১৯