চাঁদপুরের হাজীগঞ্জে নৌকা প্রতিকের গণসংযোগে হামলা চালিয়েছে স্থানীয় যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। তাদের হামলা যুবলীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মী আহত হয়েছেন।
আহতরা হলেন, গাজী মো. নুরুল ইসলাম, আমির হোসেন, সাইফুল ইসলাম কামাল, সোহেল প্রধানীয়া, সম্রাট প্রধানিয়া,সাব্বিরসহ আরো কয়েকজন।
ঘটনাটি গত মঙ্গলবার শেষ বিকেলে উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের স্থানীয় নোয়াহাট বাজার, বড়কুল পশ্চিম ইউনিয়নের রামচন্দ্রপুর বাজার, পৌরসভাস্থ ধেররা বাজার ও হাটিলা পূর্ব ইউনিয়নে এ ঘটনা ঘটে। আহতরা সবাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
পৃথক এই কয়েকটি স্থানে নৌকা প্রতীকের গনসংযোগ ও মটর সাইকেল শোডাউনে স্থানীয় যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ করেছেন যুবলীগ ও ছাত্রলীগের নেতারা।
পরে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান পুলিশ, র্যাব ও বিজিবি। ঘটনাস্থলে গিয়ে তারা পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।
এদিকে ঘটনার দিন রাতে আহত যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের দেখতে হাসপাতালে ছুটে যান হাজীগঞ্জ-শাহরাস্তি মহাজোটের মনোনীত প্রার্থী ও বর্তমান সাংসদ মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম।
এ বিষয়ে উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক গাজী মো. মাইনুিদ্দন বলেন, ‘বিএনপি প্রার্থী ইঞ্জিনিয়ার মমিনুল হকের নির্দেশে বিভিন্ন স্থানে আওয়ামীলীগের গনসংযোগে চোরাগুপ্তা হামলা করা হয়েছে। এর পরিনাম খুবই ভয়াবহ হবে।’
এ প্রসঙ্গে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে বিজিবি, র্যাব ও পুলিশ পাঠানো হয়েছে। এসব ঘটনায় মামলা হয়েছে। আইনগত ভাবে ঘটনার সাথে জড়িতদের গ্রেপতারের চেষ্টা রয়েছে।’
প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়
২৬ ডিসেম্বর,২০১৮