হাজীগঞ্জ

হাজীগঞ্জে অগ্নিকাণ্ডে বসত ঘর পুড়ে ছাই

চাঁদপুর হাজীগঞ্জে বৈদ্যুতিক সর্ট-সার্কিটের আগুনে বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। শুক্রবার(৫ এপ্রিল) উপজেলার কালচোঁ দক্ষিন ইউনিয়রের সিদলা হাজী বাড়িতে এ দূর্ঘটনা ঘটে।

এতে আনুমানিক ২০ লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ক্ষতিগ্রস্থ তাজুল ইসলাম ওই বাড়ীর মৃত আমজাদ আলীর ছেলে।

প্রত্যক্ষরা জানান,আজ সকালে বৈদ্যুতিক সর্ট-সার্কিটে আগুনের সূত্রপাত ঘটে। মূহুত্বেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রনে আনে।

কিন্তু তৎখনে একটি আধা-পাকা ঘর, ঘরে থাকা নগদ টাকা, স্বর্নালংকার, আসবাবপত্র, টিভি, ফ্রিজ, ও প্রয়োজনীয় কাগজপত্রসহ প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি উঠে।

স্থানীয় আরিফ আলম জানান, আগুনের লেলিহান এতোটাই ভয়াবহ ছিলো যে, কিছুতেই আগুনের কাছে যাওয়া সম্ভব ছিলো না।

হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মো. সিদ্দিকুর রহমান জানান, বৈদ্যুতিক সর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত। আমাদের দমকল বাহিনীসহ স্থানীয়দের সহযোগিতায় অবশেষে আগুন নিয়ন্ত্রে আনতে পেরেছি।

জহিরুল ইসলাম জয়
৫ এপ্রিল,২০১৯

Share