Home / উপজেলা সংবাদ / হাজীগঞ্জ / হাজীগঞ্জে ফের আগুনে ৩ দোকান পুড়ে ছাই
fire

হাজীগঞ্জে ফের আগুনে ৩ দোকান পুড়ে ছাই

চাঁদপুর হাজীগঞ্জ রামপুর বাজারের ফের আগুনে পুড়লো ৩ দোকান পুড়ে ছাই হয়ে গেছে।আগুনের ঘটনা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হয়েছে বলে ফায়ার সার্ভিস জানান।

আগুনে ক্ষতিগ্রস্তরা হলেন মুদি ব্যবসায়ী শ্যামল সাহা, ভ্যারাইটিজ ব্যবসায়ী সুধাংশু সাহা এবং চা দোকানী আবুল বাসার বেপারী।

স্থানীয়রা জানান, শুক্রবার দিবাগত রাত আনুমানিক রাত ৩টার দিকে রামপুর দক্ষিণ বাজারে আগুনের ঘটনা ঘটে। মুহূর্তেই আগুন পার্শ্ববর্তী দোকানে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা দুর্ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সহযোগিতায় প্রায় ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এদিকে দুর্ঘটনাস্থল পরিদর্শন করে প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের মাঝে জনপ্রতি ২ বান্ডেল করে ৬ বান্ডেল ঢেউটিন, ৬ হাজার টাকা করে নগদ ১৮ হাজার টাকা, ২টি করে ৬টি কম্বল ও খাদ্য সামগ্রী বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রতি সমবেদনা জানান।

এছাড়াও ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়েছেন নব-নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী মোঃ মাইনুদ্দিন ও ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ, স্থানীয় ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন ও রামপুর বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রোটাঃ এসএম মানিক প্রমুখ।

এদিকে শুক্রবার(৫ এপ্রিল) উপজেলার কালচোঁ দক্ষিন ইউনিয়রের সিদলা হাজী বাড়িতে এ দূর্ঘটনা ঘটে।বৈদ্যুতিক সর্ট-সার্কিটের আগুনে বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।

এতে আনুমানিক ২০ লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ক্ষতিগ্রস্থ তাজুল ইসলাম ওই বাড়ীর মৃত আমজাদ আলীর ছেলে।

স্টাফ করেসপন্ডেট
৭ এপ্রিল,২০১৯