চাঁদপুরের হাজীগঞ্জ পৌর এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে রাকিব হোসেন রাতিফ নিহত হয়েছেন। সোমবার (১৭ ডিসেম্বর) ভোরে টোরাগড় চরবাড়ির বাগানে ফাঁদ পাতানো বিদু্যতের তারে জড়িয়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু হাজীগঞ্জ আলিয়া মাদ্রাসার ষষ্ঠ শ্রেণীর ছাত্র। সে চরবাড়ির মিথির আলী ও হাছিনা বেগমের একমাত্র ছেলে সন্তান।
স্থানীয় বাসিন্দারা ও এসএম মিরাজ মুন্সী বলেন, ‘চরবাড়ির কবিরের বাগান বাড়িতে কলা, পেঁপে, নারকেল ও মাছ চুরি ঠেকাতে বিদু্যত সংযোগ দেয়। ঘটনার রাতে কবিরের মা নিজেই এই সংযোগ দিয়ে রাখে। সোমবার ভোরে রাতিফ বাগানে গেলে তারে জড়িয়ে মারা যান।’
হাজীগঞ্জ থানার উপপরিদর্শক সুমন ঘটনাস্থলে গিয়ে বিষয়টি নিশ্চিত করেন।
স্টাফ করেসপন্ডেট
১৭ ডিসেম্বর,২০১৮
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur