হাজীগঞ্জ

হাজীগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যান জেলহাজতে

চাঁদপুর হাজীগঞ্জে ৮নং হাটিলা পূর্ব ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন মিয়াজীকে গ্রেফতার করেছেন জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার জামিন মঞ্জুর না হওয়ায় জেল হাজতে প্রেরণ করেন বিজ্ঞ চাঁদপুর ম্যাজিষ্ট্রেট আদালত।

গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে মঙ্গলবার(২৩ এপ্রিল) মিষ্টি বিতরণ করেন এলাকাবাসী।

থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, এই সাবেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে গত ৫ এপ্রিল পুলিশ সুপারের কাছে এলাকার সচেতন মহল মাদক ও চাঁদাবাজী বন্ধের দাবিতে একটি অভিযোগ দেয়া হয়।

এছাড়াও গত ১৫ এপ্রিল ওই ইউনিয়নের বেলঘর গ্রামের মিয়াজী বাড়ীর রোমানের স্ত্রী সালমা আক্তার লিপি বাদী হয়ে হাজীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। তার দুইদিন পরই ওই বাদী চাঁদপুর নির্বাহী ম্যাজেষ্টিট আদালতে প্রাণ নাশের হুমকী দেয়ায় আরো একটি মামলা দায়ের করেন।

খোঁজ নিয়ে জানা গেছে, সাবেক এই ইউপি চেয়ারম্যান গত নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে পরাজিত হন। তার বিরুদ্ধে তৎকালীন ইউপি সদস্যগণ একাত্র হয়ে অনাস্থা প্রস্তাব এনেছিলো।

নাম প্রকাশে অনিচ্ছুক বেলঘর গ্রামের জনৈক বাসিন্দা বলেন, ইউনিয়নে মাদকের মদদদাতা সাবেক এই ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন মিয়াজী।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মির্জা জলিলুর রহমান দুলাল বলেন, ‘আমরাও জেনেছি গ্রেফতার হয়েছে।’

হাজীগঞ্জ থানা অফিসার ইনর্চাজ মো. আলমগীর হোসেন রনি আটকের বিষয়টি নিশ্চিত করেন।

স্পেশাল করেসপন্ডেট
২৩ এপ্রিল,২০১৯

Share