চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় তড়িঘড়ি করে একটি ব্রিজের ছাদ বৃহস্পতিবার ঢালাই দেয়া হয়। কিন্তু শুক্রবার(২৬ এপ্রিল) সকালে গ্রামবাসীর চোখে ধরা পড়েছে ফাটলের দৃশ্য। এ নিয়ে সকাল থেকে তোলপাড় চলছে।
চলতি বছরের শুরুতে বিকল্প কোন রাস্তা না তৈরি করে কাজ শুরু করে ঠিকাদার। এতে দুই পাশের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। আর এতে করে ঠিকাদার কাজ দ্রুত করতে গিয়ে কাজে চরম অনিয়ম এনেছে বলে স্থানীয়দের দাবি।
চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের এনায়েতপুর-ডাটরা সড়কের রাজ নারায়ণ খালের উপর নব-নির্মিত এই ব্রিজ। এটি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৯ নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের আহম্মদপুর বাজারের ব্রিজ বলে পরিচিত।
স্থানীয় ইউপি সদস্য আনিছুর রহমান বলছেন, এই ব্রিজ আর চাই না। এখানে নতুন করে সেতু নির্মাণ করা হোক। ইউপি চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম এবার সুর পাল্টে বলছেন, আমরাও চাই সেতুটির ভালোভাবে কাজ হোক। অবশ্যই তিনি কয়েকদিন পূর্বে বলেছেন, সেতুটির কাজ ঠিকভাবে হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা বলছেন, এবার নিম্নমানের সিমেন্ট ব্যবহার করায় সেতুটি ফাটল ধরেছে। সেতুটির ছাদ ঢালাইয়ের ২৪ ঘন্টার মধ্যে বড় বড় কয়েকটি ফাটল ধরেছে। যেকোন মূর্হুতে ধসে পড়তে পারে। ১’শ ২০ বস্তা সিমেন্টের মধ্যে মাত্র ৮০ বস্তা সিমেন্ট ব্যবহার করেছে বলে জানান এলাকাবাসী।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী রাহাতের মুঠোফোনে সংযোগ বন্ধ পাওয়া যায়। তবে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়–য়া মুঠোফোনে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে সহকারী প্রকৌশলীকে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।
সহকারি প্রকৌশলী মো. জাহিদ ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, ‘পানি না দেয়ায় এই ফাটল তৈরি হয়েছে।’
ব্রিজটির নির্মাণকারী প্রতিষ্ঠান চাঁদপুরের হায়দার টেড্রার্স এর সত্ত্বাধিকারী আলমগীর হোসেনের সাথে কথা হলে তিনি বলেন, এটি কোন বিষয় না। আমরা পুনরায় চার পাশে পানি আটকিয়ে সিমেন্ট খাওয়াই দিলে ঠিক হয়ে যাবে।
উল্লেখ্য, পূূর্বে অভিযোগ উঠেছিল পুরানো সেতুর ইট ভেঙে কণা তৈরি করা হয়। সেই কণা দিয়ে নতুন সেতুর নিচের বেজ ঢালাই শেষ করা হয়। আবার পুরনো সেতুর রডও নতুন সেতুতে ব্যবহারের প্রস্ততি নেওয়া হয়। এমতাবস্থায় বাধা হয়ে দাঁড়ায় এলাকাবাসী।
প্রতিবেদক:জহিরুল ইসলাম জয়
২৭ এপ্রিল ২০১৯
চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur