হাজীগঞ্জ

হাজীগঞ্জে ঝড়ে ভবনের দেয়াল ভেঙে ইমাম আহত

চাঁদপুর হাজীগঞ্জে কাল বৈশাখীর ঝড়ে মসজিদের পাশের ঝুকিপূর্ণ ভবনের দেওয়াল ভেঙ্গে ইমাম গুরুতর জখম হওয়ার খবর পাওয়া যায়। ঘটনাটি শনিবার(৭ এপ্রিল) দিবাগত রাত ১০ টার দিকে উপজেলার ৬নং বড়কুল পূর্ব ইউনিয়নের এন্নাতলী গ্রামের মিজি বাড়ীতে ঘটে।

প্রচন্ড ঝড়ে এই দুর্ঘটনায় স্থানীয় মসজিদের ইমাম মাওলানা আবদুল আলিম (৩২) আহত হয়। তাকে রাতেই হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

সরেজমিনে গিয়ে জানা গেছে, মিজি বাড়ীর আমানউল্ল্যাহর ছেলে দিদার আলম মিজি পাঁচ বছর ধরে বাড়ীতে কোন প্ল্যান ছাড়াই দোতলা ভবন নির্মাণ কাজ করে রাখেন। প্রথম তলার কাজ শেষ হলেও দোতলার কাজ অদ্যবধি শেষ হয়নি। ভবনের দোতলা ভীমের বাহিরে ইটের গাতনি করে ঝুঁকিপূর্ণ ও অরক্ষিত হয়ে পড়েছে।

মাওলানা আবদুল আলিম বলেন, রাতে ঘুমে ছিলাম। ঝড়ের মাঝে অচমকা ভবনের দেয়াল থবড়ে পড়ে। এতে পাশের ভবনের দেওয়াল মসজিদের টিনেরছালা ভেঙ্গে আমার মাথায় পড়ে। ডাকচিৎকারে বাড়ির লোকজন আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসক আমার মাথায় পাঁচটি সেলাই দিয়েছে।

মিজি বাড়ীর বাসিন্দা আ.ছাত্তার, আ. মালেক, রাশেদ মিজি, কাউছার হামিদ ও রাজ্জাক মিজি বলেন, ভবনটি প্রায় ৫ বছর ধরে ঝুঁকিপূর্ণ। ভবনের দুইপাশে টিনের ঘরের বসতি রয়েছে। এখন সবাই নিরাপত্তাহীনতায় ভূগছে। যেকোন মূর্হুতে ভবনটি ধসে পড়লে কয়েক পরিবারে প্রাণহানিসহ ব্যাপক ক্ষতি হতে পারে। বিষয়টি প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন।

ভবনটি প্ল্যান করা হয়নি স্বীকার করে ভবনের মালিক দিদারুল আলমের ভাই শাহআলম বলেন, আমাদের সময় সুযোগ অনুযায়ী কাজ করবো।

প্রতিবেদক:জহিরুল ইসলাম জয়
৭ এপ্রিল,২০১৯

Share