হাজীগঞ্জ

হাজীগঞ্জে শতাধিক মেধাবীদের নিয়ে পৌর মেয়রের ব্যতিক্রমী উদ্যোগ

মনিরুজ্জামান বাবলু, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, চাঁদপুর। ০১৭৫৬৪৬৯৫০৫
চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার উদ্যোগে প্রথমবারের মতো চলতি বছর এসএসসি ও সমমান পরিক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১১১ জন শিক্ষার্থীকে সনদ, ক্রেস্ট ও আর্থিক অনুদান দিয়ে সংবর্ধনা দেয়া হয়েছে।

মঙ্গলবার পড়ন্ত বিকেলে পৌর প্রাঙ্গণে একটি আড়ম্বরপূর্ণ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া।

তিনি বলেন, স্বপ্নের পথে দেশ গড়তে নিজেকে তৈরি করতে হবে। আগামীর উন্নত বাংলাদেশের সারথী এই কৃতি শিক্ষার্থীরা। তাদের সুশৃঙ্খল জীবনই বাংলাদেশকে এসডিজি সহ ৮২ বছরের পরিকল্পনায় একবিংশ শতাব্দীর সমৃদ্ধ সোনার বাংলা গড়তে সহযোগী হবে। এমন উদ্যোগ যেনো অব্যাহত থাকে সেজন্য পৌর মেয়র আ.স.ম. মাহবুব-উল-আলম লিপন কে আহবান জানান তিনি।

পৌরসভার মেয়র আ.স.ম. মাহবুব-উল-আলম লিপনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাজীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান, হাজীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আলমগীর হোসেন রনি, হাজীগঞ্জ মডেল সরকারি পাইলট হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আবু সাঈদ, হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন, হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মুন্সী মোহাম্মদ মনির প্রমুখ।

অনুষ্ঠানে কাউন্সিলরবৃন্দ, পৌরসভার সকল বিদ্যালয়ের প্রধান শিক্ষক, পৌর পরিষদের কর্মকর্তা-কর্মচারীগণ, কৃতি শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

প্রতিবেদক- মনিরুজ্জামান বাবলু
২৫ জুন ২০১৯

Share