চাঁদপুরে হাজীগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের যৌথ উদ্যাগে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল ২৭ অক্টোবর রবিবার বিকেলে উপজেলা ও পৌর যুবদলের একাধিক মিছিলে অনুষ্ঠান স্থলে যোগদানের পর দলের প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা ও আলোচনা সভার সম্পন্ন হয়।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির আহবায়ক মোজাম্মেল হক মোহন প্রধান অতিথির বক্তব্যে বলেন, যে সব নেতৃবৃন্দ দলের দুঃসময়ে হাল ধরে রেখেছেন তাদেরকে একদিন দল মূল্যায়িত করবে। এ জন্য কোন পদ পদবীর লোভে না পড়ে দলের জন্য কাজ করুন। সাবেক প্রধান মন্ত্রী ও বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলনে যুবদলের প্রধান ভূমিকা হয়ে কাজ করবে বলে আমরা বিশ্বাস করি। তাই যে কোন আন্দলন সংগ্রামে এক হয়ে আগামি দিনের কঠিন কর্মসৃচি পালন করবো।
উপজেলা যুবদলের সভাপতি আক্তার হোসেন দুলালের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের আহবায়ক আবু সায়েম মিয়াজীর সঞ্চলনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ওলামা দলের সহ-সভাপতি মাও. নজরুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ন-আহবায়ক মাহমুদ হোসেন মোল্লা, পৌর বিএনপির আহবায়ক আবুল বাশার, যুগ্ন-আহবায়ক নাজমূল আলম চৌধুরী, আবুল খায়ের মজুমদার,
উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান রানা, যুগ্ন-সাধারন সম্পাদক আ. রহিম, মনিরুজামান মনির, পৌর যুবদলের আহবায়ক মো. আব্দুল আউয়াল মিয়াজী, যুগ্ন-আহবায়ক মো. বিল্লাল হোসেন পাটওয়ারী, বিএনপি নেতা আনোয়ারুল ইসলাম বাবু, ১১নং হাটিলা পশ্চিম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইমাম হোসেন লিটন, গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপির আহবায়ক বিল্লাল হোসেন বেলাল, যুগ্ন-আহবায়ক নুর মোহাম্মদ, যুবদল নেতা রাশেদ আলম হিরা, ছাত্রনেতা হাসান ও ফয়শাল প্রমুখ।
প্রতিবেদক : জহিরুল ইসলাম জয়, ২৭ অক্টোবর ২০১৯