হাজীগঞ্জ

হাজীগঞ্জে সৎ ভাইদের ভয়ে ৫ বছর বাড়ি ছাড়া পরিবার

চাঁদপুরের হাজীগঞ্জে সৎ ভাইদের ভয়ে ৫ বছর ধরে বাড়ী ছাড়া এক পরিবার। বাবার মৃত্যুর পর দুই পরিবারের মধ্যে ভাংঙ্গন দেখা দেয়। আর এতে করে পথম ঘরের সন্তানদের অত্যাচার নির্যাতনে বাড়ী ছাড়া হয়েছে পরের ঘরের মা সন্তানেরা।

আর এমন বাস্তবিক ঘটনা হাজীগঞ্জ উপজেলার ৬নং বড়কূল পূর্ব ইউনিয়নের সেন্দ্রা হাজী বাড়ীর মৃত তরিকউল্ল্যা হাজীর প্রথম ঘরের সন্তানেরা ২য় ঘরের সন্তানদের বাড়ী ছাড়া করে রেখেছে বলে অভিযোগ উঠে।

গত ২৮ সেপ্টেম্বর ২য় ঘরের সন্তান জাকির হোসেন (৩৮) বাড়ীতে বাবার কবর জিয়ারত শেষে নিজেদের সম্পত্তির উপর দাড়ালে খবর পেয়ে প্রথম ঘরের সন্তানেরা বাধাঁ ও মারধর করে। ঠিক এভাবে গত ৫ বছর পূর্বে জাকির হোসেন ও তার ভাই এবং মাকে রক্তাত্ত যখম করে বের করে দেয়।

সে সময় এলাকার লোকজন তাদের বিচার করতে পারেনি। যে কারনে এবারের ঘটনায় জাকির হোসেন বাদী হয়ে সৎ ভাই আবুল হোসেন, মিজানুর রহমান ও কামরুল হাসান পলাসকে বিবাদী করে হাজীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন, যার মামলা নং- ১৫৩৮।
ক্ষতিগ্রস্ত জাকির হোসেন বলেন, বাবার মৃত্যুর পর সৎ ভাইয়েরা মা ও ছোট ভাই,বোনকে তাড়িয়ে দেয়। আমাদেরকে অধিকার থেকে বঞ্চিত করে রেখেছে। আমরা প্রশাসনের সু-দৃষ্টি কামনা করছি।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এ এস আই রফিকুল ইসলাম বলেন, বিষয়টি দুঃখজনক হলেও সত্য যে এক সময় যৌথ পরিবারে থাকা সৎ ভাইয়েরা এভাবে বাড়ি ছাড়া করে রেখেছে এ জন্য আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্ততি চলছে।

Share