হাজীগঞ্জ

হাজীগঞ্জে বিএনপির ৩ আওয়ামী লীগের ১৩ প্রার্থীর মনোনয়ন সংগ্রহ

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর (০৫) হাজীগঞ্জ শাহরাস্তি আসন থেকে দীর্ঘ প্রায় ১০ বছর নির্বাচনী আবাস পেয়ে ৩ নেতা দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।

এরা হলেন, সাবেক সংসদ সদস্য এম এ মতিন, জেলা বিএনপির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য লায়ন ইঞ্জি. মমিনুল হক ও সাবেক কেন্দ্রীয় ছাত্র নেতা বিল্লাল হোসেন তারেক।

মঙ্গলবার (১৩ নভেম্বর) ঢাকা বিএনপির দলীয় কার্যালয় থেকে এ তিন নেতা দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন বলে নিশ্চিত হওয়া যায়।

এদিকে হাজীগঞ্জ -শাহরাস্তি আসন থেকে আওয়ামীলীগের মনোনয়ন পত্র সংগ্রহ করেন ১৩ জন নেতা। গতকাল মঙ্গলবার তাদের সবার মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে নিশ্চিত হওয়া যায়।

নৌকা প্রতীকের মনোনয়ন পত্র সংগ্রহ শেষে জমা দেন এ ১৩ নেতা। এরা হলেন, বর্তমান সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম, সংরক্ষিত নারী আসনের এমপি এড. নুরজাহান বেগম মুক্তা, কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য অধ্যাপক একেএম ফজলুল হক, ইঞ্জি. সফিকুর রহমান, পাওয়ারসেলের ডিজি ইঞ্জি. মোহাম্মদ হোসাইন, বিগ্রেডিয়ার অব. সালাউদ্দিন , কলাবাগান ক্রীড়া চক্রের সভাপতি সফিকুল আলম ফিরোজ, কেন্দ্রীয় উপ কমিটির সহ-সম্পাদক ড. মোস্তফা কামাল, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব অধ্যাপক আব্দুর রশিদ মজুমদার, কেন্দ্রীয় যুবলীগের যুগ্ন সম্পাদক নাসরিন জাহান সেফালী, হাজীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব হেলাল উদ্দিন মিয়াজী, সাবেক এমপি মরহুম আ. রবের ছেলে খালেদুর রব মিঠু ও আওয়ামীলীগের সমর্থক আলী আহসান মাহমুদ।

প্রতিবেদক- জহিরুল ইসলাম জয়
১৩ নভেম্বর, ২০১৮

Share