হাইমচর

হাইমচরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

“দূর্যোগ মোকাবিলা প্রস্তুতি হ্রাস করবো, জীবন ও সম্পদ ঝুকি” এ প্রতিপাদ্য বিষয়ে আলোকে চাঁদপুর হাইমচর উপজেলা প্রশাসন ও ত্রান ও দূর্যোগ ব্যবস্থাপনা অফিস কর্তৃক আয়োজিত জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবসে উৎযাপন উপলক্ষে র‌্যালি, মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবসে শনিবার(১০ মার্চ) সকাল ৯টায় বন্যাঢ্য র‌্যালি উপজেলার আলগী বাজার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে হাইমচর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে ফায়ার সার্র্ভিসে অফিসের আয়োজনে দূর্যোগ প্রস্তুতি মহড়া প্রর্দশিত হয়।

হাইমচরে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবসে মহড়া ও আলোচনা সভায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আমিনুর রশিদ সভাপতিত্বে ও সহকারী প্রৌকশলী মোঃ মাকসুদ আলম এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক নুর হোসেন পাটওয়ারী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইমচর থানা ওসি তদন্ত আলমগীর হোসেন।

উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিভিশন কর্মকর্তা জি এম আমির হোসেন, হাইমচর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ শাহ ইমরান। এ সময় উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জি এম জাহিদ, দপ্তর সম্পাদক মাকসুদ আলম খান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী মেডিকেল অফিসার সোহরাব হোসেন প্রমুখ।

প্রতিবেদক:বিএম ইসমাইল
১০ মার্চ,২০১৯

Share