হাইমচর

খালেদা জিয়ার রোগ মুক্তিতে হাইমচরে বিএনপির মিলাদ ও দোয়া

কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দলের চেয়ারপার্সন ও সাবেক প্রধান মন্ত্রী কারাবন্দী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তিতে হাইমচর উপজেলা বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া শুক্রবার (১৬ আগস্ট) বাদ আছর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে।

মিলাদ শেষে উপস্থিত দলীয় নেতা কর্মী ও মুসল্লীদের উদ্দেশ্যে দোয়া চেয়ে উপজেলা বিএনপির সভাপতি আমিন উল্লাহ বেপারী বলেন, আমাদের দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া গতবছর ৮ ফেব্রুয়ারি হতে একটি মিথ্যা মামলায় কারাগারে রয়েছে। বিগত একবছর উনি বিভিন্ন জটিল রোগে ভুগছেন। বর্তমানে তিনি পিজি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আমিন উল্লাহ বেপারী অশ্রুসজল কন্ঠে বলেন, বেগম খালেদা জিয়ার বয়স এখন ৭৫ বছর। এসময় তিনি পারিবারিক পরিবেশে থাকার কথা। তার দুই ছেলের এক ছেলে দুনিয়া ছেড়ে চলে গেছেন। আরেক ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া লন্ডনে অবস্থান করছেন। বর্তমানে তিনি শারিরীক ভাবে মারাত্মক অসুস্থ্য কারো সহযোগিতা ছাড়া চলতে পারেন না।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইসহাক মিয়া মেহনতি, সহ-সভাপতি আ. হালিম পাটওয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক আ. রহমান কবিরাজ, মো. বিল্লাল হোসেন আখন, প্রফেসর মো. হারুনুর রশিদ, দপ্তর সম্পাদক জিএম ফজলুর রহমান, অর্থ বিষয়ক সম্পাদক আ. রশিদ খান প্রমুখ।

এছাড়াও ৪নং নীলকমল ইউনিয়ন বিএনপির সভাপতি নাছির মোল্লার নেতৃত্বে মাঝির বাজার জামে মসজিদ ও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মনির শিকদারের নেতৃত্বে ঈশানবালা জামে মসজিদে, ৫নং হাইমচর ইউনিয়ন বিএনপির সভাপতি আসমত সরদারের নেতৃত্বে হাইমচর বাজার জামে মসজিদে, ৬নং চরভৈরবী ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদুল ইসলাম বেপারী ও সাধারণ সম্পাদক মাহবুব আলম জিতুর নেতৃত্বে আমতলা মুলাপাড়া জামে মসজিদে বাদ জুমআ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তি, ১৬ আগস্ট ২০১৯

Share