হাইমচর

হাইমচর উপজেলা আওয়ামী লীগের যৌথ সভা অনুষ্ঠিত

বাংলাদেশ আওয়ামী লীগের মাসব্যাপি প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনে হাইমচর উপজেলা আওয়ামীলীগের যৌথ সভা শুক্রবার (২১ জুন) নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

যৌথ সভায় উপজেলা আওয়ামীলীগ আগামী ২৩ জুন থেকে ২২ জুলাই পর্যন্ত মাসব্যাপি বিভিন্ন কর্মসূচির প্রস্তাব গৃহীত হয়। এতে বলা হয় আগামী ২৩ জুন বাংলাদেশ আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সকাল ৯টা ৩০ মিনিটে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল ১০টায় প্রতিষ্ঠা বার্ষিকী কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোতালেব জমাদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নূর হোসেন পাটওয়ারীর পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি এমএ বাশার, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক ডেপুটি কমান্ডার হাফিজ আহমেদ মাষ্টার, সাংগঠনিক সম্পাদক শাহাদাত সরকার, মজিবুর রহমান বেপারী,

দপ্তর সম্পাদক মাকছুদ আলম খাঁন, প্রচার সম্পাদক মুনচুর পাটওয়ারী, চরভৈরবী ইউপি চেয়ারম্যান আহমেদ আলি মাস্টারসহ ওয়ার্ড ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক বক্তব্য রাখেন।

প্রতিবেদক- বিএম ইসমাইল
২১ জুন ২০১৯

Share