আন্তর্জাতিক

মালয়েশিয়ায় তারাবিতে বাংলাদেশি হাফেজের তিলাওয়াতে মুগ্ধ মুসল্লিরা

বাংলাদেশের হাফেজরা বিশ্বের বিভিন্ন দেশে তারাবির নামাজের জন্য যান। এ রেওয়াজ বেশ পুরনো। তবে মালয়েশিয়ায় হাফেজদের আসা-যাওয়ার ইতিহাস খুবই কম। বিগত তিন বছর ধরে বাংলাদেশ থেকে বেশ কয়েকজন হাফেজ তারাবি নামাজ পড়ানোর জন্য মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে গেছেন। তাদেরই একজন হাফেজ মোহাম্মদ ইয়াসিন।

হাফেজ মোহাম্মদ ইয়াসিনের বাড়ি নারায়ণগঞ্জের আড়াইহাজারের ধন্ধি গ্রামে। তিনি মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের জেরাম কাম্পুং বুকিত চিরাকা তাহফিজ আর রোকাইয়া মাদ্রাসার তারাবি পড়াচ্ছেন।

শুধু তাই নয় হাফেজ মোহাম্মদ ইয়াছিন ২০১৭ সালের এপ্রিলে সেদেশের ধর্ম মন্ত্রণালয়ের অধীনে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ওই মাদ্রাসায় শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছেন। আর এ পরীক্ষায় অংশ নিতে সার্বিক সহযোগিতা করেছেন প্রবাসী কমিউনিটি নেতা রাশেদ বাদল।

১৯৮২ সালে হাফেজ মোহাম্মদ ইয়াসিন ঢাকার গেন্ডারিয়া এম শফি উল্লাহ হাফিজিয়া মাদ্রাসা থেকে হিফজুল কোরআন বিভাগে পরীক্ষা দিয়ে প্রথম বিভাগে উত্তীর্ণ হন।

ইয়াসিনের মধুর কণ্ঠে কোরআন তিলাওয়াতে মুগ্ধ মালয়েশিয়ার জেরাম কাম্পুং বুকিত চিরাকা তাহফিজ আর রোকাইয়া মাদ্রাসার শিক্ষার্থী ও এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা। সুদূর মালয়েশিয়ায় তারাবি পড়ানোর সুযোগ পেয়ে আপ্লুত বাংলাদেশি হাফেজ ইয়াসিন।

ইসলাম ডেস্ক
১০ মে ২০১৯

Share