সফরমালী উবি’র অভিভাবক নির্বাচন সম্পন্ন

চাঁদপুর সদরের উত্তরে সফরমালী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির ‘ অভিভাবক সদস্য ’ পদের নির্বাচন শনিবার (২৪ নভেম্বর) শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়। সকাল ১০ টায় ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকেল ৪ টায় । এতে ভোটার সংখ্যা ৫ শ’ ৪২ জন। ভোটাধিকার প্রয়োগ করা হয় ৩ শ ৫ ৩ ভোট। প্রিজাইডিং অফিসার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ.কে.এম সাইফুল হক সন্ধ্যায় ভোট গণনা শেষে ফলাফল ঘোষণ্া করেন।

প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৭ জন। অভিভাবকদের ভোটে নির্বাচিত হয় ৪ জন। বিধি মোতাবেক প্রত্যেক ভোটার ৪ টি ভোট প্রদান করেন। প্রিজাইডিং অফিসার কর্তৃক প্রার্থীদের নির্ধারিত গাণিতিক সংখ্যায় অভিভাবকগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

প্রার্থীগণ ছিলেন: মোস্তফা বেপারী, মো. ইসহাক খান , মো. মনির হোসেন ভূঁইয়া , মো.মিজানুর রহমান গাজি, মো. রফিক মৃধ্যা , মো. শামীম হাওলাদার ও মো.সফিকুর রহমান বেপারী।

মোস্তফা বেপারী ২৫০ ভোটে , মো.মনির হোসেন ভূঁইয়া ২২৪ ভেটে, মো. ইসহাক খান ২০১ ভোটে ও মো. শামীম হাওলাদার ১৪৫ ভোটে নির্বাচিত হন ।
প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ.কে.এম. সাইফুল হক। তিনি ২৮ সেপ্টেম্বর ২০১৮ নির্বাচনি তফসিল ঘোষণা করেন। স্কুল কর্তৃপক্ষ নির্বাচনের ব্যাপারে এরইমধ্যে এলাকায় মাইকিং করেছেন।

করেসপন্ডেন্ট
২৫ নভেম্বর , ২০১৮ রোবাবার

Share