Home / চাঁদপুর / চাঁদপুরে ৫৪ গ্রামীণ ব্যাংকের শাখায় লাভ ১৩ কোটি ৪৫ লাখ টাকা
grameen-bank

চাঁদপুরে ৫৪ গ্রামীণ ব্যাংকের শাখায় লাভ ১৩ কোটি ৪৫ লাখ টাকা

চাঁদপুরে ৫৪ গ্রামীণ ব্যাংকের শাখা থেকে ১ লাখ ৫৫ হাজার হতদরিদ্র মহিলা গ্রাহক বিভিন্ন প্রকার ঋণ নিয়ে স্বাবলম্বী হচ্ছে। ২ হাজার ৪ শ’৪৪ টি কেন্দ্রে ২৪ হাজার ৫ শ’ ৫৯ টি দল রয়েছে। গ্রামীণ ব্যাংক থেকে একক ভাবে কেউ ঋণ গ্রহণের সুযোগ নেই। এ বছর লাভ করেছে ১৩ কোটি ৪৫ লাখ টাকা।

বর্তমানে সক্রিয় গ্রাহক সংখ্যা ১ লাখ ৩ হাজার ৩ শ ১৪ জন। ২০১৮ সালে গ্রামীণ ব্যাংক গ্রাহকের মাঝে বিতরণ করেছে ৪৯৭ কোটি ৯৪ লাখ টাকা এবং আদায় করেছে ৪৮৪ কোটি ৫১ লাখ। তাই একজন অসহায়, দরিদ্রও,তালাকপ্রাপ্তা, বিধবা মহিলা কোনো পেশার হউক না কেন তার নিজ নিজ এলাকার কেন্দ্রের সদস্য পদ লাভ করে ঋণের জন্যে আবেদন করতে হয়।

চাঁদপুরে ৫৪ গ্রামীণ ব্যাংকের শাখা থেকে দেড় লাখ হতদরিদ্র মহিলা গ্রাহক বিভিন্ন প্রকার ঋণ নিয়ে স্বাবলম্বী হচ্ছে। ২ হাজার ৪ শ’ ৪৪ টি কেন্দ্রে ২৪ হাজার ৫ শ’ ৫৯ টি দল রয়েছে। গ্রামীণ ব্যাংক থেকে একক ভাবে কেউ ঋণ গ্রহণের সুযোগ নেই। একজন অসহায়, দরিদ্র, তালাকপ্রাপ্তা, বিধবা মহিলা কোনো পেশার হউক না কেনো তার নিজ নিজ এলাকার কেন্দ্রের দলবদ্ধ সদস্য পদ লাভ করে ঋণের জন্যে আবেদন করতে হয়।

গ্রামীণ ব্যাংক থেকে ঋণ নিয়ে যে ব্যবসা পরিচালনা কিংবা প্রস্তাবনা উল্লেখিত পেশার খাতে ঋণের টাকা বিনিয়োগ করতে হয়। গ্রামীণ ব্যাংক জামানতবিহীন প্রদত্ত ঋণ ৪৪ কিস্তিতে গ্রাহকদের কাছ থেকে আদায় করে থাকে ।

যে কোনো মুদি দোকান পরিচালনা, ভূমিহীন, নার্সারী, হাঁস-মুরগি ও পশু প্রতিপালন, গরু মোটাতাজাকরণ, রিকসা, ভ্যান, অটোরিকসাসহ যে কোনো পরিবহনের মাধ্যমে আয়, মৎস্য চাষ, সংগ্রামী সদস্যদের ঋণ ও উচ্চ শিক্ষাঋণ প্রভৃতি খাতে গ্রামীণ ব্যাংক ঋণ প্রদান করে।

বিশেষ বিনোগকারীর সংখ্যা হচ্ছে ২৪ হাজার ৮ শ’ ৬০ জন। এ খাতে বর্তমান ব্যালেন্স হলো ৬৭ কোটি ৬৭ লাখ টাকা। ৫ শ’ ৫১ জনকে উচ্চ শিক্ষাখাতে ঋণপ্রদান করেছে ৫৩০ কোটি ৫১ লাখ টাকা। সদস্যদের সন্তানদের মধ্যে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে ৫ হাজার ৭ শ ৬৫ জন। বৃত্তির পরিমাণ হচ্ছে ১৬৩ কোটি ৬৫ লাখ টাকা। ৩ হাজার ৭ জন সংগ্রামী বা ভিক্ষুক সদস্যদের মধ্যে বিতরণ করা হয়েছে ৬৮ কোটি ৮২ লাখ টাকা। এ পর্যন্ত ভিক্ষাবৃত্তি ছেড়ে দিয়েছে ৪ শ’৭৭ জন।

চাঁদপুর যোনাল কার্যালয়ের প্রসাশনিক কর্মকর্তা মো. আনছার আলী চাঁদপুর টাইমসকে সোমবার (২০ জানুয়ারি) জানান, ‘ গ্রামীণ ব্যাংকের মূল লক্ষ্য হলোÑঅসহায়,গরীব , ভূমিহীন ,তালাক প্রাপ্তা,বিধবা নারীদের অর্থনৈতিক কাজে তাদেরকে সম্পৃক্ত করে দারিদ্রবিমোচনের মাধ্যমে স্বাবলম্বী করা। মূলত : গ্রাহক যে খাতে টাকা বিনিয়োগ করতে চায় তাকে সে খাতেই ঋণ প্রদান করে থাকে। ৪৪ কিস্তিতে ২০% সুদে ঋণ আদায় করা হয়।’

কী কী খাতে নারীদেরকে ঋণ দেয়ার নির্দেশ রয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি জানান, ‘খাতের কোনো শেষ নেই । তবে বিশেষ করে নার্সারী, কৃষি, মৎস্য, মুদি ব্যবসা, হস্তশিল্পজাত পণ্য উৎপাদন, বিভিন্ন কুঠিরশিল্প স্থাপন,পল্ট্রীফার্ম পরিচালনা,টেইলারিং,ফলের ব্যবসা ও মৌসমভিত্তিক ঋণ প্রদান করা হয়।’

প্রসঙ্গত, ১৯৭৬ সালে ড.মুহাম্মদ ইউনুস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনাকালে একটি প্রয়োগিক গবেষণামূলক প্রকল্প থেকেই গ্রামীণ ব্যাংকের যাত্রা। পরবর্তীতে মানুষ ব্যাংকের কাছে যাবে না ; ব্যাংকই মানুষের কাছে যাবে এ মূল লক্ষ্য নিয়ে গ্রামীণ ব্যাংক কাজ করে।

জোবরা গ্রামের নবযুগ তেভাগা খামারটি হলো গ্রামীণ ব্যাংকের আতুরঘর। ১৯৮৩ সালে এর নামকরণ করা হয়Ñগ্রামীণ ব্যাংক। ফলে এ সালেই গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ চালু হয়। এ বছরেরই ১ অক্টোবরে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা লাভ করে ।

চাঁদপুরে ১৯৯২ সালে সর্বপ্রথমে কচুয়ার রহিমানগর বাজারে একটি শাখা চালু হয়। পরবর্তীতে ১৯৯৩ সালে হাজীগঞ্জে ও ১৯৯৪ সালে মতলবে গ্রামীণ ব্যাংকের কার্যক্রম চালু হয়। বর্তমানে বিশ্বের ১শ ৭৬ টি দেশে গ্রামীণ ব্যাংকের কার্যক্রম চালু রয়েছে।

প্রতিবেদক : আবদুল গনি
২১ জানুয়ারি , ২০১৯

Leave a Reply