ওজন ও পরিমাপ মানদ- সঠিক না থাকায় চাঁদপুর শহরের রঞ্জিত কুরী (৩৯) ও রানা কান্ত দেবনাথ নামে দুই স্বর্ণ ব্যবসায়ীকে ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেলে চাঁদপুর জেলা প্রশাস কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভাম্যমান আদালত সূত্রে জানা যায়, শহরের চিত্রলেখার মোড়ের করুনা শিল্পালয় ও আরেকটি শিল্পালয়ে ভ্রাম্যমান অভিযান পরিচালিত হয়। উল্লেখিত দুই প্রতিষ্ঠানির মালিক ওজন ও পরিমাব মানদন্ড আইন ২০১৮ এর ৩১ (১) ধারার বিধান লংঘন করায় তাদেরকে ওই আইনের ৪৮ ধারায় প্রত্যেককে ৫হাজার টাকা করে ১০হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন বিএসটিআই এর প্রতিনিধি মো. মুকবুল মৃধা ও চাঁদপুর মডেল থানার পুলিশ সদস্যবৃন্দ।
প্রতিবেদক- মাজহারুল ইসলাম অনিক
১২ জুলাই ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur