Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জ গোবিন্দপুর ইউনয়িন বিএনপির সম্মেলন ও কমিটি গঠন
gobindhopur B-N-P

ফরিদগঞ্জ গোবিন্দপুর ইউনয়িন বিএনপির সম্মেলন ও কমিটি গঠন

চাঁদপুরের ফরিদগঞ্জের ১০নং দক্ষিন গোবিন্দপুর ইউনিয়নের উত্তর চররাঘবরা প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে ইউনিয়ন বিএনপি’র সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি ও ইউপি চেয়ারম্যান আলহাজ¦ আব্দুল হান্নান মিয়ার সভাপতিত্বে এবং উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক ও জেলা যুবদলের সদস্য ফজলুর রহমানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক, সাবেক সাধারন সম্পাদক ও সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আলহাজ্ব মোঃ আজিজুর রহমান আজিজ।

প্রধান অতিথি আলহাজ্ব মোঃ আজিজুর রহমান আজিজ তার বক্তব্যে বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কঠোর আন্দোলনের মাধ্যমে জিয়ার সৈনিকেরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অচিরেই মুক্ত করে আনবে ইনশাআল্লাহ্। সেই লক্ষে সাবেক এমপি লায়ন হারুন-অর রশিদের নেতৃত্বে দলের সাংগঠনিক কাঠামো শক্তিশালী ও নেতাকর্মীদের উজ্জীবিত করার জন্য দলের ত্যাগী, পরীক্ষিত এবং যোগ্য নেতাদের মুল্যায়নের মাধ্যমে নতুন নেতৃত্ব সৃষ্টি করা হচ্ছে। তিনি আরো বলেন, একটি কু-চক্রী মহল ব্যক্তি স্বার্থে দলের নেতা কর্মীদের বিভাজন করার পায়তারা করছে, এ সকল কুলাঙ্গারদেরকে ফরিদগঞ্জে পেলেই প্রতিহত করা হবে।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক জাকির হোসেন পাটওয়ারী, জাকির হোসেন ভিপি, সাবেক ভিপি শাহ্ আলম মুকুল, মো. মাহাফুজুর রহমান টিপু, উপজেলা বিএনপি’র সাবেক সাধারন সম্পাদক মজিবুর রহমান মজু মেম্বার, পৌর বিএনপি’র সাবেক সহ-সভাপতি শাহাবুদ্দিন বাবুল, সাবেক সাধারন সম্পাদক বিল্লাল হোসেন কোম্পানী, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক নাছির উদ্দিন পাটওয়ারী, পৌর যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মজিবুর রহমান মজিব, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগা আহবায়ক ইকবাল পাটওয়ারী, পৌর বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক রাজু আহমেদ পাটওয়ারী, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সেলিম মাহমুদ রাঢ়ী, সিনিয়র যুগ্ম আহবায়ক হারুন পাঠান, পৌর ছাত্রদলের আহবায়ক কামরুল ইসলাম পাটওয়ারী, উপজেলা শ্রমিক দলের সভাপতি আজিম খান ও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাইফুল ইসলাম সুমন প্রমুখ।

সম্মলেন শেষে, ৯টি ওয়ার্ড বিএনপি’র নেতৃবৃন্দের উপস্থিতিতে কণ্ঠ ভোটে আলহাজ¦ আব্দুল হান্নান মিয়াকে সভাপতি, মো. কাউছার আহাম্মেদকে সিনিয়র সহ- সভাপতি, মো. নেছার আহাম্মেদ ভূঁইয়াকে সাধারণ সম্পাদক, মোক্তার আহাম্মেদ মিজিকে যুগ্ম সাধরন সম্পাদক, মো. বিল্লাল হোসেন মেম্বারকে সাংগঠনকি সম্পাদক, মো. মাহাবুবুর রহমান মিজিকে সহ- সাংগঠনিক সম্পাদক ও কাজী মোজাম্মেল হোসেনকে দপ্তর সম্পাদক হিসাবে নির্বাচিত করা হয়।

প্রতিবেদক : শিমূল হাছান, ১৬ অক্টোবর ২০১৯