চাঁদপুর

চাঁদপুরে জেলা পর্যায়ে ৪ শ্রেষ্ঠ কর্মকর্তাকে শুদ্ধাচার সম্মাননা প্রদান

চাঁদপুরে ২০১৮-২০১৯ অর্থবছরে জাতীয় শুদ্ধাচার কৌশল ও কর্ম পরিকল্পনায় যথাযথ বাস্তবায়নের মাধ্যমে সহজে এবং কম সময়ে মানসম্মত জনসেবা প্রদানে জেলার ৪ শ্রেষ্ঠ কর্মকর্তাকে পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়।

শনিবার (৩১ আগস্ট ) সকাল ১০ টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ সম্মাননা প্রদান করেন অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো.মনোয়ার আহমেদ।

পুরষ্কারপ্রাপ্তদের মধ্যে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচিত হয়েছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল্লা আল মাহমুদ জামান, উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচিত হয়েছেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহিদুল ইসলাম, জেলা পর্যায়ে শ্রেষ্ঠ কর্মচারী নির্বাচিত হন স্টাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর মোঃ আনিছুর রহমান এবং উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কর্মচারী হয়েছেন শাহরাস্থি উপজেলা পরিষদ কার্যালয়ের অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক মোঃ মফিজুর রহমান।

পেশাগত জ্ঞান ও দক্ষতা, সততার নিদর্শন,নির্ভরযোগ্যতা ও কর্তব্য নিষ্ঠা, শৃঙ্খলাবোধ, সহকর্মীদের সঙ্গে আচরণ, সেবা গ্রহীতার সঙ্গে আচরণ, প্রতিষ্ঠানের সাথে বিধি-বিধানের প্রতি শ্রদ্ধাশীলতা,সমন্বয় ও নেতৃত্ব দানের ক্ষমতা, তথ্য প্রযুক্তি ব্যবহারে পারদর্শিতা, পেশাগত স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক নিরাপত্তা সচেতনতা, ছুটি গ্রহণের প্রবনতা, উদ্ভাবন চর্চা, বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়নে তৎপরতা, সোশ্যাল মিডিয়া ব্যবহার, স্বপ্রণোদিত তথ্য প্রকাশে আগ্রহ, উপস্থাপন দক্ষতা, ই-ফাইল ব্যবহারে আগ্রহ, অভিযোগ প্রতিকারে সহযোগিতা, মন্ত্রণালয়/বিভাগ,অন্যান্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠান/দপ্তর/সংস্থা কর্তৃক ধার্যকৃত অন্যান্য কার্যক্রমসহ মোট ১৯ ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন করায় এ পুরষ্কারপ্রাপ্ত হন।

সম্মাননা প্রদান অনুষ্ঠানে জেলা প্রশাসক মাজেদুর রহমান খানের সভাপ্রদানে ও অতিরিক্ত জেলা প্রশাসক শওকত ওসমানের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন-অর্থ মন্ত্রনালয়ের যুগ্ম-সচিব ও ইডিআর এর প্রযেক্ট ডিরেক্টর আবদুল বাকী,যুগ্ম-সচিব আনোয়ার হোসেন,পুলিশ সুপার জিহাদুল কবির বিপিএম পিপিএম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, শিক্ষা ও আইসিটি) মো. মঈনুল হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রট মোহাম্মদ আবদুল্লাহ-আল-মাহমুদ জামান, চাঁদপুর সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর ড.এ এসএম দেলওয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মো.আফজাল হোসেন, চাঁদপুর মেডিকেল কলেজ অধ্যক্ষ ডা. জামান সালেহীন ।

মাজহারুল ইসলাম অনিক, ৩১ আগস্ট ২০১৯
এজি

Share