Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় বসতবাড়িতে বিশালাকৃতির গোখরা সাপ উদ্ধার
snake

কচুয়ায় বসতবাড়িতে বিশালাকৃতির গোখরা সাপ উদ্ধার

চাঁদপুরের কচুয়া উপজেলায় বিশাল আকৃতির ১টি গোখরা সাপ উদ্ধার করা হয়েছে।

রোববার সকালে উপজেলার পালাখাল বাসস্ট্যান্ড সংলগ্ন তৌহিদ মুন্সির বাড়ি থেকে ৮ ফুট লম্বা এ বিষধর গোখরা সাপটি উদ্ধার করা হয়।

জানা গেছে, সম্প্রতি কয়েক দিন ধরে ওই বিষধর গোখরা সাপটি তৌহিদ মুন্সির বাড়িতে মুরগির বাচ্চা ও ডিম খেয়ে ফেলে। পরিবারের লোকজন বিষয়টি দেখে ভয়ে চমকে উঠে। পরে স্থানীয় ওঝাকে খবর দিলে বসতবাড়ির রান্না ঘর থেকে ওই সাপটি উদ্ধার করেন।

এ ঘটনায় ওই বিষধর সাপটি দেখার জন্য উৎসুক জনতা ভিড় জমায়।

স্টাফ করেসপন্ডেন্ট, কচুয়া। ১ সেপ্টেম্বর, ২০১৯