চাঁদপুর

বৈশাখ এলেই যেনো প্রকৃতির ভালোবাসায় হেসে উঠে কৃষ্ণচূড়া

কৃষ্ণচুড়া লাল হয়েছে ফুলে, ফুলে তুমি আসবে বলে…। কিংবা রং লেগেছে কৃষ্ণচুড়ায়, শাখায়, শাখায় পাতায়, পাতায় রং লেগেছে তোমার অবুঝ মনে আমার অনেক কথা আছে বলবো তোমার সনে….।

এমনো বহু গানের কথায় সেজেছে কৃষ্ণচুড়ার সৌন্দর্যের কথা। বৈশাখ এলেই যেনো প্রকৃতির ভালোবাসার কথা জানান দিতে লাল লাল হয়ে হেঁসে উঠে কৃষ্ণচুড়া ফুল। ঋতুরাজ বসন্তের গভীর ভালোবাসায় যেনো প্রকৃতির বুকে কৃষ্ণচুড়া ছড়িয়ে দেয় তার সমস্ত রং।

তেমনি ভাবে ভালোবাসার লাল রং ছড়িয়ে ফুটে আছে চাঁদপুর শহরের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সড়কের পাশে থাকা এই কৃষ্ণচুড়া গাছটি। যার দিকে তাঁকালে মুগ্ধতায় যে কারোই দৃষ্টি কেড়ে নিবে।

ছবি ও প্রতিবেদন:কবির হোসেন মিজি
২৪ এপ্রিল ২০১৯

Share