Home / চাঁদপুর / দেশের বিভিন্ন পর্যটনকেন্দ্র চাঁদপুরের তরুণের ব্যাতিক্রমী প্রচারণা
gazi-monsur-aziz

দেশের বিভিন্ন পর্যটনকেন্দ্র চাঁদপুরের তরুণের ব্যাতিক্রমী প্রচারণা

পর্যটকদের মাঝে পরিবেশ সচেতনতায় প্রচারাভিযান করেছেন ভ্রমণ লেখক, সাইক্লিস্ট ও পরিবেশ কর্মী গাজী মুনছুর আজিজ। ২৮ অক্টোবর দিনব্যাপী তিনি এ প্রচারাভিযান করেন লাবণী, সুগন্ধা, কলাতলীসহ সৈকতের বিভিন্ন এলাকায়। ‘সচেতন পর্যটক, পরিচ্ছন্ন সৈকত’ স্লোগান নিয়ে এ প্রচারাভিযান করা হয়।

পরিবেশ সুরক্ষায় চাই ব্যক্তি সচেতনতাÑমূলত এমন বক্তব্যকে মানুষের মাঝে ছড়িয়ে দিতেই এ প্রচারাভিযান। পরিবেশ ও পর্যটন সচেতনতামূলক বিভিন্ন স্লোগান লেখা প্ল্যাকার্ড নিয়ে আজিজ এ প্রচারাভিযান করেন।

তিনি পর্যটক, সৈকতের আলোকচিত্রী, সৈকতের নিরাপত্তা কর্মকর্তা, লাইফগার্ড, পচ্ছিন্নতাকর্মীসহ সৈকত সংশ্লিষ্ট ব্যক্তিদের এ বিষয়ে কথা বলেন। পাশাপাশি তিনি সৈকত পচ্ছিন্নতার কাজও করেন।

gazi-monsur-aziz.

কক্সবাজার সমুদ্র সৈকতে পরিবেশ কর্মী গাজী মনসুর আজিজ

গাজী মুনছুর আজিজ বলেন, ‘গড়ি সবুজ বাংলাদেশ’- এর ব্যানারে দেশব্যাপী পরিবেশ সচেতনতায় প্রচারাভিযানের উদ্যোগ নিয়েছি। এবার কক্সবাজারে দ্বিতীয়বারের মতো এ প্রচারাভিযান করলাম। পর্যায়ক্রমে এ প্রচারাভিযান করা হবে দেশের অন্যান্য সমুদ্রসৈকত, বিভিন্ন পর্যটন কেন্দ্র ও পাখি-প্রকৃতি-নদীসহ বিভিন্ন বিষয়কেন্দ্রিক।

এবারের প্রচারাভিযান কার্যক্রমে সহযোগী হিসেবে রয়েছেন সাহিত্যের কাগজ মাছরাঙার সম্পাদক আবুল কাসেম।

প্রতিবেদক : আশিক বিন রহিম, ৫ নভেম্বর ২০১৯