চাঁদপুর

কামরুল ইসলামের মৃত্যুতে আইনজীবীদের শোকসভা ও ফুল কোর্ট রেফারেন্স

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জেলা দায়রা জজ আদালতের সাবেক পিপি মরহুম অ্যাডঃ কামরুল ইসলামের মৃত্যুতে শোক সভা ও জেলা জজ আদালতে ফুল কোর্ট রেফারেন্স পালিত হয়েছে।

সোমবার ( ৩০ সেপ্টেম্বর ) দুপুরে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডঃ শেখ জহিরুল ইসলাম। শুরুতে কোরআন তেলোয়াত করেন আলহাজ্ব আবু তাহের পাটওয়ারী। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অ্যাড. মোঃ আবুল খায়ের খান।

মরহুমের জীবন বৃত্তান্ত পাঠ ও সভা পরিচালনা করেন জেলা আইনজীবী সমিতির সাধারন সম্পাদক অ্যাডঃ শাহাদাত হোসেন। সভায় বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী অ্যাডঃ আলহাজ্ব কাজী হাবিবুর রহমান, আলহাজ্ব মোঃ রুহল আমিন-১,আলহাজ¦ মোঃ ফজলুল হক সরকার, অ্যাডঃ ইকবাল বিন বাশার, অ্যাডঃ সেলিম আকবর, অ্যাডঃ মোঃ জহিরুল ইসলাম, জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডঃ আমানউল্লাহ, অ্যাডঃ আহসান হাবিব, অ্যাডঃ মোঃ মনোয়ারুল ইসলাম, অ্যাডঃ মোঃ রুহল আমিন সরকার ( জিপি),

অ্যাডঃ আলহাজ¦ মোঃ মজিবুর রহমান ভুঁইয়া, অ্যাডঃ আঃ লতিফ শেখ, অ্যাডঃ সাইয়েদুল ইসলাম বাবু অ্যাডঃ মোঃ এমরান হোসেন, অ্যাডঃ জসিম উদ্দিন ভূইয়া মিঠু, অ্যাডঃ হালিম পাটওয়ারী, অ্যাডঃ মোঃ শহীদ উল্লাহ পাটওয়ারী, অ্যাডঃ মোঃ নাছিরউদ্দিন চৌধুরী, অ্যাডঃ আবুল খায়ের মোঃ সালেহ, অ্যাডঃ মোঃ জাহাঙ্গীর আলম, অ্যাডঃ কামালউদ্দিন আহমেদ, অ্যাডঃ মোঃ মোস্তাক আহমেদ, অ্যাডঃ মোহাম্মদ বাবর বেপারী, অ্যাডঃ গোলাম মোস্তফা, অ্যাডঃ শরীফ মাহমুদ ফেরদাউস শাহীন, অ্যাডঃ তোফায়েল হোসেন যোশেফ, অ্যাডঃ মোঃ জয়নাল আবেদীন প্রমুখ।

শোকসভা শেষে জেলা ও দায়রা জজ আদালতে জেলা ও দায়রা জজ মোঃ জুলফিকার আলী খাঁনের উপস্থিতিতে ফুলকোর্ট রেভারেন্স পালন করা হয়। এ সময় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের বিচারক (জেলা জজ ) মাহমুদুল কবির,

অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ সরোয়ার আলম, চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ নুরে আলম সহ বিভিন্ন আদালতের বিচারক ও জেলা আইনজীবী সমিতির আইনজীবীগন উপস্থিত ছিলেন। এ সময় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আইনজীবী অ্যাডঃ কাজী মোজাম্মেল হোসেন।

প্রসঙ্গত, কোনো বিজ্ঞ আইনজীবী মৃত্যুবরণ করলে ‘ফুল কোর্ট রেফারেন্স’ হয় যার অর্থ সেদিন আদালতের সব কার্যক্রম বন্ধ হয়ে যায়। আদালতের কার্যক্রম বন্ধ রেখে সেদিন মৃত আইনজীবীর কর্মজীবন নিয়ে আলোচনা করা হয় এবং তার বিদেহী আত্মার মাগফিরাত প্রত্যাশা করে মৃত আইনজীবীর পরিবারকে সমবেদনা জ্ঞাপন করা হয়। রেওয়াজ মোতাবেক যুগ যুগ ধরে এ ঘটনাটি পালিত হয়ে আসছে আদালতে।

স্টাফ করেসপন্ডেন্ট, ৩০ সেপ্টেম্বর ২০১৯

Share